Friday, January 3, 2014

alochona Advance SEO

আমি আজকে আলোচনা করব মুলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর বেসিক থেকে এডভান্স লেবেল পর্যন্ত। একজন পরিপূর্ণ সার্চ ইঞ্জিন অপটিমাইজার হতে হলে আপনাকে অনেক কিছুই জানতে হবে। কাজ জানা থেকে বেশি জানতে হবে টিপস। আমি যখন এস ই ও নিয়ে কথা বলি তখন সব থেকে বেশি কাজের চেয়ে অকাজের কথাগুলো বেশি বলি। মানে এস ই ও ছাড়াই কথা বলি। এতে অনেকে মনে করে আমি হইত কোনভাবে শিখাব না ই জন্য অন্য টপিকস এ চলে যাচ্ছি। মুল কথা যে আমার প্রথম ক্লাস করতে আসে সে প্রথম ঘণ্টা তে কনফিউজ হয়ে যায়। পরবর্তীতে ঠিকই সাড়া দিয়ে বলে ভাই আপনার উপর প্রথম দিকে খুব রাগ হয়ে গিয়েছিল। এবং এই কথা টা প্রত্যেক প্রথম ক্লাসে আমাকে শুনতে হয়। এর আসল কারন একটাই E=mc স্কয়ার  দিয়ে যদি পৃথিবীতে স্রষ্টা বলে কিছু নেই এটা প্রমান হয় তবে E= SEO  এইটা প্রমান হবে। আসলে মুল কথা টা এই যে সর্ব প্রথম এস ই ও করতে গেলে আপনাকে লজিক বুঝতে হবে। আপনাকে যে কোন কিছু কে লজিক দিয়ে প্রমান করতে হবে এই টা না এইটা। যখন আপনার ভিতর এই জিনিস টা ভালোভাবে স্থান পাবে অর্থাৎ আপনি যখন এই লজিক টা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন তখন এস ই ও করা আপনার জন্য ইজি মনে হবে। কেন বলছি এই কথাগুলো এখন নিশ্চয় বুঝতে পেরেছেন।
সব সময় একটা দিক আপনি আজকে থেকে চর্চা করা শুরু করবেন বিভিন্ন দিক দিয়ে লজিক প্রাকটিস করা। এটা আপনার ফ্রেন্ড দের সাথে বেশি করবেন। এই কারনে করবেন কারন আপনি একটা জিনিস দেখবেন আপনার কথার পাল্টা জবাব দিতে পারে শুধুমাত্র আপনার ফ্রেন্ড। তাই লজিক চর্চা করার একটি সুন্দর মাধ্যম হু ফ্রেন্ড। একটা জিনিস ভুল সেটা আপনিও জানেন কিন্তু ওই ভুল জিনিস টা কে সঠিক হিসেবে আপনার ফ্রেন্ড এর সামনে উপস্থাপনা করতে হবে। আপনার ফ্রেন্ড ও জানে এইটা ভুল বলতেছে তবুও ওই ভুল জিনিসটা কে সঠিক করে তার উপর প্রতিস্থাপন করা টা আপনার মুল কাজ। আর এই কাজটি যখন আপনি খুব সহজেই করতে পারবেন তখন দেখবেন এস ই ও আপনার কাছে পানি হয়ে গেছে। শুধুমাত্র এস ই ও না। আপনার পড়ালেখার দিক থেকেও আপনি একধাপ এগিয়ে গেছেন। আপনার না জানা একটি প্রশ্ন পরিক্ষা তে পড়েছে কিন্তু আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন খুব সহজেই। কারন ওই প্রশ্নের উত্তর টা আপনি আপনার লজিক থেকে দেবেন। আপনি চিন্তা করতে থাকবেন আসলে এই প্রশ্ন টা কি বলছে সেই প্রশ্নের উপর ভিত্তি করে আপনি একটা উত্তর দিতে সক্ষম। এটা প্রমানিত একটি কথা। আজকে থেকে আপনি চেষ্টা করুন দেখবেন কাজে আসবে। আমাকে আমার স্যার ২ বছর ধরে শুধু এই লজিক এর উপর রাখত। সে সারাক্ষন ভুল কিছু বলে আমাকে সেটা বিশ্বাস করানোর চেষ্টা করাতো। সে এমন কিছু লজিক দাড় করাতো যে আমি কোন ভাবেই সেই লজিক ভেঙ্গে বের হতে পারতাম না। আমার ওই ক্ষোভ শুরু হয় স্যার প্রতিদিন আমারে ভুল্ভাল বলে সেটা প্রমান করে দেই আর আমি সেটা পারি না। এভাবে চলত তুমুল লড়াই আমার আর আমার স্যার আর ভিতর। এমনকি এখন চলে লজিকে জেতার লড়াই। আমি আর স্যার যেখানেই যেতাম কোন না কোন টপিকস নিয়ে লড়াই শুরু হয়ে যেত। এভাবেই আমার লজিক জ্ঞান টা অনেক বেশি বৃদ্ধি পাই। যদিও এখন আমি তার সাথে পেরে উঠি না। তবু আমার কাছ থেকে জিততে হলে তাকে প্রচুর ঘাম ঝরাতে হয়। অনেক সময় সে ইচ্ছা করে আমাকে জেতাই।
তো সব কথার একটা কথা লজিক জানতে হবে ভালে। একজন পারফেক্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজার হতে হলে লজিক জানা টা আপনার জন্য ওয়াজিব বলতে পারেন। কারন লজিক আপনাকে চিন্তা করার শক্তি দেই। আর যেকোনো মুহুরতে যেকোনো প্রশ্নের উত্তর দিতে আপনি সক্ষম হন। আমরা সবাই জানি এস ই ও এর কোন অধ্যায় নেই। তবে আপনি যখন একজন এস ই ও অপটিমাইজার হিসেবে নিজেকে দাড় করাবেন তখন এমন কিছু কিছু বিদঘুটে প্রশ্নের সম্মুখীন হবেন যেটা কখনও আপনি জানেন না। কিন্তু কি বলবেন তাকে? যদি উত্তর না দিতে পারেন তাহলে তো আপনারে ময়লার ধুলার সাথে মিসিয়ে দিয়ে ইনসাল্ট করা শুরু করবে। সে যে উত্তর জানে সেটা না আপনি লজিক দিয়ে একটা উত্তর তৈরি করবেন । সেটা সে মানতে চাইবে না কিন্তু তার লজিক ভেঙ্গে আপনার লজিক টা তার উপর প্রতিস্থাপন করা টা একজন এস ই ও স্পেশালিষ্ট এর কাজ। আর জিনিই এই কাজগুলো করত সক্ষম তিনিই স্পেশালিষ্ট হিসেবে নিজেকে দাবী করতে পারেন। আসলে এই লজিক এর পিছনে এত বকবক করার কিছু কারন রয়েছে সেই কারন গুলো হল বরতমানে কিন্তু সেই আগের যুগ নেই। ব্যাকলিঙ্ক, বুকমারকিং করলেই কিন্তু একটি ওয়েবসাইট কে সামনে নিয়ে আসা যায় না। বিভিন্ন সময় বিভিন্ন আপডেট হবে এটা স্বাভাবিক। কিন্তু আপনি যদি সেই পরিস্থিতির সাথ মোকাবেলা না করতে পারেন তাহলে আপনি কখনও একজন এস ই ও স্পেশালিষ্ট না। আর যে সময় যে পরিস্থিতি আসুক না কেন সেটা মোকাবেলা করে লজিক দিয়েই আপনি একটি সাইট কে টপে নিয়ে আসতে পারবেন।
লজিক এর উপর তো অনেক কথা হল। এখন একটু কাজের দিকে যায়। ধরুন আপনি কোন ক্লায়েন্ট এর কাছ থেকে একটা কাজ পেয়েছেন। কাজ টা হল কোন একটি কি ওয়ার্ড দিয়ে আপনাকে গুগল টপ পজিশনে আসতে হবে তাহলে আপনার কি জানা দরকার এবং কি কি দরকার সেটা সম্পর্কে আজকে আলোচনা করব।
প্রাথমিক যে কাজ গুলো করা প্রয়োজনঃ সর্ব প্রথম আপনি ক্লায়েন্ট এর কাছ থেকে সাইট এবং কি ওয়ার্ড নিলেন এখন আপনাকে যে কাজ গুলো করতে হবে সেটা হল প্রথমে আপনাকে যে কি-ওয়ার্ড টি গুগল এ সার্চ করতে হবে দেখতে হবে প্রথম ১০ টি সাইট এর সব কিছু।
যা যা দেখার প্রয়োজন বিশেষভাবেঃ
  • পেজ র‍্যাঙ্ক দেখতে হবে।পেজ র‍্যাঙ্ক দেখতে হলে আপনি এই টুল টি ব্যবহার করতে পারেন। টুল লিঙ্কা এখানে
  • সাইট এর ব্যাকলিঙ্ক দেখতে হবে।ব্যাকলিঙ্ক দেখতে হলে আপনি এই টুল টি ব্যবহার করতে পারেন। টুল লিঙ্কা এখানে
  • কি- ওয়ার্ড টুল থেকে কি-ওয়ার্ড এর কম্পিটিশন টা দেখতে হবে।কি-ওয়ার্ড এর কম্পিটিশন  দেখতে হলে আপনি এই টুল টি ব্যবহার করতে পারেন। টুল লিঙ্কা এখানে
এখন আপনি একই কাজ টি করবেন আপনার ক্লায়েন্ট বা আপনার সাইট এর জন্য। অর্থাৎ আপনি আপনার সাইট টি উপরের মত রিসার্চ করবেন। তাহলে আপাতত কাজ কমপ্লিট।
এখন আপনার চিন্তা করার পালা। কারন আপনাকে এখন চিন্তা করতে হবে কি করলে সাইট টি আমি ওই পজিশনে নিয়ে আসতে পারব।কি কি কাজ করলে সাইট টি আপনি উপরে নিয়ে আসতে পারবেন এই চিন্তা করা শুরু করতে হবে। আর সেই অনুযায়ী আপনি কাজ করতে থাকবেন। আর আপনি যখন এই চিন্তা শক্তি কাজে লাগিয়ে সফল হবেন তখন আপনি একজন পারফেক্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজার। সাধারনত একটা বিষয় খেলা রাখবেন সেটা হল অনেক ওয়েব সাইট আছে যারা কাজ করে না অর্থাৎ তারা ওই কি- ওয়ার্ড নিয়ে কাজ করেনা। কিন্তু তাদের সাইট টপ পজিশনে থাকে। তো এইসব কি- ওয়ার্ড গুলো টপ পজিশনে নিয়ে আসা খুব সহজ। কারন ওই সাইট ওই কি- ওয়ার্ড নিয়ে কাজ করছে না। কিন্তু ভিজিটর আসছে। আর আপনি ওই কি ওয়ার্ড নিয়ে কাজ করলে সফলতা আসবে এবং হিউজ পরিমা ভিজিটর গ্যাদার করতে পারবেন। এইভাবে আপনাকে একটি সাইট এর কাজ করতে হবে। তবে কিছু জিনিস মাথাই রাখা বেশ জরুরী বর্তমানে। কারন এস ই ও নিয়ে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। যত আপডেট হচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে। তাই আপনি কিছু কার করবেন যার মূল্য আপনি সারাজীবন পাবেন। সেই গুলোর ভিতর আছে।
  • ব্যাকলিঙ্ক। তবে ডু-ফলো এবং রিলেটেড সাথে উচ্চ পেজ র‍্যাঙ্ক।
  • উইকি, ইডূ, গভ ব্যাকলিঙ্ক করবেন হাইপেজ র‍্যাঙ্ক এর।
  • গেস্ট ব্লগিং করবেন তবে পরিমান মত। একাধারে করতে থাকবেন না। আর গেস্ট ব্লগিং এর উপর সব সময় একটু বেশি জোর দিবেন।
  • ওয়েব ২.০ আপনার কি-ওয়ার্ড টি কে টপে আনতে অনেক বেশি সাহায্য করবে।
  • ফোরাম পোস্টিং টা অনেক হেল্পফুল। এখান থেকে ভিজিটর সহ কি-ওয়ার্ড এর গুরুত্ব টা অনেক বেশি পাওয়া যায়। তবে ফোরাম কিন্তু ডু-ফলো এবং রিলেটেড টা অনেক বেশি কাজ দেই।
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং টা অনেক বেশি কাজে দিবে। লিঙ্কদিন, ফেসবুক এবং টুঁইটার আপনাকে অনেক বেশি কাজে দিবে।
তো এইভাবে আপনাকে একটা সাইট কে উপরে নিয়ে আসতে হবে। চিন্তা করতে হবে আমি কি পরিমান কাজ করলে এই সাইট টি কে উপরে নিয়ে আসতে পারব। তবে একটা জিনিস মাথাই রাখবেন কাজ করতে করতে যেন আপনি বন্ধ করে দিবেন না। সব সময় মাথাই রাখবেন আজকে যে পরিমান কাজ করছি আগামীকাল তার ২০% বেশি করতে হবে। এই ফর্মুলা টা মাথাই রেখে কাজ চালিয়ে যাবেন। আশা করি সফল হবেন।
তাহলে আজ এই পর্যন্ত।সামনের পর্বে আরও অনেক সুন্দর কিছু দিব এই আশা রাখছি। একজন পারফেক্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজার হউন এই কামনা সব সময় থাকবে।
আশা করি আপনারা আমার কথা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। যদি কোন ব্যাক্তি সমস্যা তে পড়েন তাহলে সুজাসুজি আমাদের ফেসবুক গ্রুপে চলে আসবেন। যদি গ্রুপে আমাকে না পান তাহলে আমার ফেসবুক এ মেসেজ করবেন।  তবে সাবধান,গ্রুপে কিন্তু খুব কড়াকড়ি ভাবে নিওম-কানুন মেনে চলা হয়। তাই গ্রুপে আসার পূর্বে গ্রুপের নীতিমালাটা একটু দয়া করে পড়ে নেবেন।
আর অনলাইনের সব তরুতাজা খবর জানতে এবং ফ্রীলাঞ্ছিং পরিবারের সাথে যুক্ত হতে চাইলে তাড়াতাড়ি লাইক করুন আমাদের এই পেজটি। আপনি একটা লাইক করলেই আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। আর পরিবারের ব্যক্তিদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় আমাদের ফ্যান পেজে। তাদের সমস্যার সমাধানগুলো চলে যায় খুব দ্রুত। আমাদের পরিবারে যুক্ত হতে চাইলে সুজাসুজি চলে আসুন  এই পেজে।
চাইলে আমার প্রযুক্তি বিষয়ক প্রযুক্তির আলো  ব্লগ থেকে একটু ঘুরে আসতে পারেন

আন্তর্জাতিক SEO স্পেশালিষ্ট হবেন কিভাবে? কিছু কৌশল, কিছু কথা (পর্ব ১)

আমি এসইও এর কাজ টুকটাক করি কিন্তু লেখালেখির অতটা করি না । টেকটিনসে তো একদমই না ।কিন্ত নিয়মিত পড়ি। অনেক দিন যাবৎ ভাবছি লিখব লিখব লেখাই হয় না । কিন্তু শুক্রবার ক্রিয়েটিভ আইটিতে ইকরাম ভাইয়ের একটা সেমিনারে গিয়ে একটু Inspire হলাম কিছু লেখার জন্য তাই আজকের এই চেষ্টা । আশা করছি বৃথা যাবে না । যদি অপনাদের ভাল লাগে নিয়মিত লেখার চেষ্টা করব। অনেক বড় লেখা সব একত্রে লেখা সম্ভব নয় তাই দুই পর্বে লিখতে হবে।

আন্তর্জাতিক মানের এস ই ও স্পেশালিষ্ট হওয়ার আগে নিজেকে ব্রান্ড করতে হবে । প্রথম পর্বে শুধু আপনাকে ব্রান্ড করব ২য় পর্বে আপনাকে এসইও স্পেশালিষ্ট করব।
প্রয়োজনীয় জিনিস পত্রঃ
  • একটা কম্পউটার :mrgreen:
  • নেট কানেকশন  :roll:
  • ইংরেজীতে পুরো পাক্কা 8-O
  • লেখালেখি করার মত সময় :-x
এ গুলো না থাকলে আপনি অনেক আগেই  SEO Specialist হয়ে আছেন  so নো টেনশন……………………. :lol:
১. স্যোসাল মিডিয়ায় আপনার একাউন্ট রাখুন পুরো স্বচ্ছ অবস্থায়ঃ

স্যোসাল মিডিয়ায় একাউন্ট নেই এমন মানুষ আধুনিক সমাজে নেই বললেই চলে। তবে কারো কারো একাউন্ট দেখে মনে হয় তারা সামাজিক না অসামাজিক । আপনি একজন আন্তর্জাতিক মানের এসই ও স্পেশালিষ্ট হবেন আন্তর্জাতিক ভাবে আপনার পেজ দেখবে সবাই সেখানে যদি কোন ধরনের নোংরা কিছু পায় তবে এটাই হতে পারে আপনার প্রধান বাধা । কারন ওরা কখনো আপনাকে খারাপ কোন মন্তব্য লিখবে না কিন্তু নিজেরা আপনার লেখা থেকে দুরে থাকবে। এটা সাধারনত আমাদের মধ্যও । আমরা যদি কোন খারা্প কাজ করি এর এটা যদি ঢালাও ভাবে প্রচার করি এটা কোন মানুষ মেনে নেবে না। আর ওরা কালচারের বিষয় খুব সেনসেটিভ। এমন হতে পারে আপনার পেইজে অশ্লীল কোন ছবি। বা এমন কিছূ পোষ্ট যা অনেক পুরানো । যে গুলো দেখে ওরা আপনাকে আপডেট মনে করতে পারবে না।আপনি যতগুলো ব্লগে আপনার আর্টিকেল সাবমিট করবেন প্রত্যেক আর্টিকেল লিংক যেন আপনার পেইজে থাকে ।
২. স্যোসাল মিডিয়ায় একটিভ থাকুন সব সময়ঃ
আপনি আন্তর্জাতিক মানের এস ই ও স্পেশালিষ্ট হবেন আর আপনি সোস্যাল মিডিয়ায় একটিভ থাকবেন না। এটা আসলেই লজ্জার ব্যাপার । আপনাকে সব সময় যথা সম্ভব সোস্যাল মিডিয়াতে থাকতে হবে। আর আপনি সব সময় যে স্যোসাল মিডিয়া নিয়ে থাকবেন আপনি সব যায়গায় সেটার লিংক বেশি ব্যবহার করবেন। আরেক টা ব্যাপার হচ্ছে আপনি যে ব্লগ গুলিতে লিখবেন খেয়াল রাখতে হবে ওই ব্লগের বেশির ভাগ পাঠক এবং অনান্য লেখক গন কোন মিডিয়া সাইট ব্যবহার করেন আপনিও সেটাতেই একটিভ হোন ।কোন পাঠক বা যে কেউ কোন প্রশ্ন করলে সাথে সাথে জবাব দিন । সব ধরনর স্যোসাল মিডিয়া সাইটে একাউন্ট করুন । প্রত্যেকটার সারকেল, ফ্রেন্ডস বাড়ান। কিছু সোস্যাল মিডিয়ার লিংক
৩. সার্কেল বা ফেন্ডস বাড়ানোর কৌশলঃ
আপনি অনেক বড় মানের এস ই ও স্পেশালিশ্ট হতে হলে আপনার সোস্যাল মিডিয়া সাইট গুলোতে অনেক সার্কেল বাড়াতে হবে  অনেক ফ্রেন্ডস বাড়াতে হবে। আর সার্কেল বাড়ানোর কৌশল হিসেবে আপনি প্রতিদিন সব সাইট গুলোতে বিভিন্ন ধরনে লেখা পোষ্ট করবেন সেটা আপনার লেখা হোক বা কোথা থেকে কালেক্ট করা হোক । প্রতিদিন আপনাকে পোষ্ট দিতেই হবে । আপনি কাউকে ফলো করলে চলবে না । আপনাকে ফলো করতে হবে। আর আপনাকে ফলো করবে এমন ব্যবস্থাই করতে হবে আপনাকে । আর সব ধরনের আর্টিকেল লেখার নিচে আাপনার দু একটা স্যোসাল মিডিয়া সাইটের লিংক অবশ্যই দিবেন। আমাদের দেশে ফেসবুক যেটাকে আমি গন এক্সপ্রেস বলি ওটার মত করবেন না । এখানে দেখি অনেকেই দুটো ছবি দিয়ে বলে একটা লাইক একটা কমেন্ট । এখন আপনি কোথায় যাবেন? আবার বলে এদুটোর মধ্য কোনটা সুন্দর। আবার তারকার ছবি দিয়ে বলে এর ফ্যান আছেন কে কে? তাড়াতাড়ি লাইক মারেন । আবার দুইটা স্টার  এর ছবি দিয়ে বলে এ দুটোর মধ্য কাকে আপনার পছন্দ? কোন কিছু একটা পোষ্ট করে বলে দয়াকরে লাইক দিন । দয়া করে কমেন্ট করুন। আমি আপনাদের বলছি দয়া করে আপনারা এগুলো করবেন না। এতে মানুষ আপনাকে ভাল তো মনে করেই না বরং মনে করে আপনি একজন লাইক কমেন্ট ভিক্ষারী । আপনার পোষ্ট যদি ভাল হয় তাহলে আমি লাইক কমেন্ট না দিয়ে কই যাব। ফেসবুকে যাই করেন বিশেষ করে ফেসবুক ছাড়া অন্য সাইট গুলোতে এগুলো করবেন না? তাহলে আপনি ভবিষ্যতে যত কিছু লিখবেন কোন রেসপন্স পাবেন না। আপনি ভাল ভাল পোষ্ট দিন দেখবেন আপনার লাইক কমেন্ট চাইতে হবে না । পাবলিক আপনাকে লাইক করবে কমেন্ট করবে। সুতরং এই বিষয় গুলো সাবধান থাকবেন?
৪. নিজের জন্য ব্যক্তি গত ব্লগ করুনঃ
নিজের ব্যক্তিগত একটা ব্লগ করুন । এটা ফ্রি সাইট বা নিজে ডোমেইন নিয়ে করতে পারেন। এটাকে সুন্দর ভাবে সাজাবেন । এখানে নিয়মিত পোষ্ট করুন। নিজের ভাল ভাল ব্লগারদের লেখা কালেক্ট করে পোষ্ট করুন।এবং কয়েকজন ভাল ব্লগারদের একটা টিম করে সবাই মিলে একটিতে লিখুন।
৫. আন্তর্জাতিক মানের ব্লগ গুলিতে লেখুনঃ
আপনি আন্তর্জাতিক মানের এস ই ও স্পেশালিস্ট হতে হলে আপনাকে অবশ্যই আন্তর্জাতিক ব্লগ গুলিতে লিখতে হবে। আমরা বাংলাদেশীরা সাধারনত বেশী সার্চ দেই না বা বিভিন্ন কোচিং সেন্টার গুলোতে কোর্স করেই এস ই ও শিখতে পারি বা শিখি ।বিদেশীরা সাধারন এই সব কোর্স বা কোচিং এ বিশ্বাসী না এদের কোন কিছু জানার দরকার হলে এরা সাথে সাথে ওয়েব সার্চ দিয়ে বের করে ফেলে। বিভিন্ন ধরনের ব্লগ ঘাটাঘাটি করে শিখে । আমাদের তো রাস্তার মোড় মোড়ে অনলাইন ইনকামের কার্যালয়। যার মধ্য থেকে শুধু টাকা আর টাকা আসে । ওদের এত টাকা আসেনা তাই ওরা কোন কিছু খুজে বের করায় বিশ্বাসী । এর মাধ্যমে নিজে যেমনি অনেক কিছু শিখতে পারে আবার তেমনি যা শিখে তা অনেক দিন ধরেও রাখতে পারে।সুতরং আপনাকে প্রতিনিয়ত আন্তর্জতিক ব্লগ গুলিতে লিখতে হবে। এবং এই লেখার মাধ্যমেই হবে আপনার ব্রান্ড এবং আপনার এস ই ও এর কাজ আপনি আপনার আর্টিকেলের মধ্য এমন ভাবে আপনার লিংক দিবেন যাতে বুঝতে না পারে আপনি আসলে এস ই ও করছেন। তারা যেন আপনাকে প্রফেসনাল ব্লগার মনে করে।কোন ব্লগে আপনাকে বুঝানো যাবেনা যে আপনি আর্টিকেল মার্কেটিং করছেন বা এস ই ও করছেন । আপনি এস ই ও স্পেশালিষ্ট কিন্তু  আপনি যে ওয়েব সাইটের এস ই ও করেন সেটি একটি রেস্টুরেন্ট তাহলে আপনি এস ই ও সংক্রান্ত আর্টিকেলে কিভাবে রেস্টুরেন্ট রিলেটেড সাইটের লিংক দিবেন। দেখুন এটা একটা মজার বিষয়। বা আপনার মার্কেটিং এর একটা কৌশল বলতে পারেন। আপনি এ ক্ষেত্রে এ ভাবে লিখতে পারেন যে, ওয়েব সাইটের বর্র্ননার মধ্য যাতে কি ওয়ার্ড থাকে সেটা খেয়াল করতে হবে। যেমন আপনি এই সাইট টা দেখতে পারেন এইটা বলে আপনার লিংক টা দিবেন পরে আপনার সাইট সম্পর্কে সামান্য বর্ননা দিবেন যেমন বলবেন এখানে এদের পিজা হাট কি ওয়ার্ড এবং এই পিজা হাট এদের ডিসক্রিপশন এর মধ্য ও আছে এবং আপনি খুজে দেখুন প্রত্যেকটা কন্টেন্টে কি ওয়ার্ড গুলো দেয়া আছে সুতরং আপনি এভাবে আপনার লেখা লিখবেন এবং মাঝখানে আপনার ওয়েব সাইটের প্রচার হয়ে যাবে । ওরা বাংলাদেশীদের মত না  যে ওয়েব সাইট দেখলাম তার মধ্য ঢুকে কমেন্ট শুরু করলাম । ভিজিট করা শুরু করলাম। এটা ওরা কখনো করে না। আপনি বাংলাদেশী ব্লগ গুলোর মত লিখলে আপনার আইডি সহ ব্লক করে দিবে । অতএব আপনাকে লেখার সময় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আন্তর্জাতিক কিছু ব্লগের লিংক পেতে এখানে ক্লিক করুন
৬. আন্তর্জাতিক ব্লগ গুলিতে কমেন্ট করুন, কারো কোন প্রশ্ন থাকলে উত্তর দিনঃ
আপনি যে ব্লগগুলিতে লিখবেন । ওই সব্ ব্লগগুলিতে অন্য লেখক দের লেখার উপর আপনি কমেন্ট করবেন। লেখক দের প্রশংসা করবেন। কারন আপনি কোন লেখকের প্রশংসা করলে সে অবশ্যই আপনার প্রশংসা করবে। এবং একজন ভাল এবং নিয়মিত ব্লগারের প্রশংসা হতে পারে আপনার এগিয়ে যাওয়ার অন্যতম মুলধন। বেড়ে যাবে আপনার পাঠক, জনপ্রিয়তা পাবে আপনার লেখা।কোন পাঠক যদি তার কমেন্টে আপনাকে কোন প্রশ্ন করে তবে আপনি ভালভাবে প্রশ্ন বুঝে তার চাহিদা মত জবাব দিন।

৭. আপনার ব্যক্তিগত ব্লগের মার্কেটিং করুনঃ
আপনার ব্যক্তিগত ব্লগের প্রচুর মার্কেটিং করুন। মার্কেটিং এর জন্য অনেক মাধ্যম আছে যেমন, প্রথমেই আপনি সকল সোস্যাল মিডিয়া গুলোতে আপনার ব্লগের নিয়মিত শেয়ার দিন। বাহিরের ব্লগ গুলিতে যে আর্টিকেল গুলো লিখবেন ওর মধ্য কৌশলে আপনার ব্লগের লিংক বসিয়ে দিন। গুরুত্বর্পূন আর্টিকেল গুলো অসম্পূর্ন বা কিছু হাইড করে বিস্তারিত জানার জন্য আপনার ব্লগের লিংক দিয়ে দিন। ব্লগ কমেন্টে  কেউ যদি আপনার কাছে বিস্তারিত জানতে চায় তবে আপনার লিংক তাকে দিয়ে দেন। আপনার ব্লগে ওই বিষয়টা অবশ্যই স্পষ্ট করে থাকতে হবে।
ধন্যবাদ সবাইকে
লেখায় কোন ধরনের ভূল হলে ক্ষমা করবেন।
ফেসবুকে আমাকে পেতে পারেন  এখানে https://www.facebook.com/refath.kuakata
গ্রপে জয়েন করতে পারেন https://www.facebook.com/groups/creativeit/

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ১০

বাংলায় প্র্যাকটিক্যাল S.E.O শেখার একটি ধারাবাহিক টিউটোরিয়াল
Learn to S.E.O (Search Engine Optimization) সম্পূর্ন বাংলা ভাষায় এবং ফ্রি

আজকে আমাদের দশম ক্লাশ........
আজকের বিষয়- Video Posting/Submission
ভিডিও প্রমোশন বা পোষ্টিং বর্তমান সময়ের এসইও’র জন্য অন্যতম কার্যকরী একটি উপায়। ভিডিও প্রমোশন বা পোষ্টিং হচ্ছে বিভিন্ন ভিডিও সাইটে গিয়ে ভিডিও পোষ্ট করা। এজন্য, বর্তমানে ফ্রিল্যান্সিং সাইটসমূহে ভিডিও প্রমোশন বা পোষ্টিং এর মাধ্যমে ব্যাকলিংক তৈরির প্রচুর কাজ পাওয়া যায়।
ভিডিও প্রমোশন বা পোষ্টিং নিয়েই আলোচনা করা হয়েছে আজকের ক্লাশে.......
আপনাদের শেখার জন্য পিডিএফ আকারে প্রতিটি ক্লাশ দেয়া হবে, যেখানে চিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে কিভাবে কাজটি করতে হবে। আশাকরি সহজেই বুঝতে পারবেন।
বাংলা লেখায় কোন ভুল-ভ্রান্তি হলে মার্জনীয়....
নিচের লিংকগুলো থেকে আজকের ক্লাশের বইগুলো ডাউনলোড করে নিন। আমি দুইটি লিংকে এগুলো শেয়ার করেছি, যার যেটা সুবিধা সেটাতেই ট্রাই করেন।
ডাউনলোড কপি.কম লিংকঃ https://copy.com/O4zuit0XcSeq
ডাউনলোড ড্রপবক্স.কম লিংকঃ https://www.dropbox.com/s/k4fa9i6yyrkeraq/Video%20Posting.pdf

চলবে............. (To Be Continue......)
আমাদেরকে ফেসবুকে সরাসরি পেতে এখানে ক্লিক করুনঃ https://www.facebook.com/pages/MH-Soft-Ltd/133244840110708

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০১

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০২

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৩

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৪

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৫

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৬

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৭

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৮

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৯

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ১০

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র [পর্ব-১৫] ::কন্টেন্ট হ্যাকড [ অ্যাডভান্স এস ই ও]

সর্ব প্রথম কিছু কথা না বললেই নয়। আমার এই অ্যাকাউন্ট টি নতুন করেছি টেকটিউনসে। আসলে আমার পূর্বের অ্যাকাউন্ট টি (তাফসির আহমেদ)  টিটি থেকে টিটি এর মোডারেটরগন আটকিয়ে রেখেছেন। তার অবশ্য একটা কারন ছিল। যদিও সেটা টিটি এর নীতিমালার ভিতরের কথা। টিটির নীতিমালার বাইরে আমি পোস্ট টি করেছিলাম। কারন সেটা টিটি কে নিয়েই লেখা ছিল। কিন্তু সেটা লেখা ছিল একটা ক্ষোভে। যাই হোক সেই সব কথা না হয় বাদ দিলাম। যদি টিটি এর মোডারেটরগন পারেন তাহলে দয়া করে এটি আমার সিরিয়ালের সাথে যোগ করে দিয়েন।
আজকে আমি আলোচনা করব কন্টেন্ট হ্যাকড এর উপর। বর্তমানে গুগল এস ই ও এর ভিতর কন্টেন্ট কে বেশি গুরুত্ব প্রদান করে থাকে। অর্থাৎ এখন কন্টেন্ট কে বলা হয় কিং। আমি বেশ কিছুদিন ধরে জানার চেষ্টা করছিলাম আসলে আর অন্য সবাই কি ভাবছে বর্তমান এস ই ও এর ব্যাপারে। যথারীতি সবাই একই কথা বলছে। আমিও যে বলবো একই কথা সেটা ঠিক। কিন্তু আমি কোন ভাবে কন্টেন্ট এর সব প্রাধান্য দিই না। যাই সেই সব বিষয় পরবর্তীতে বিস্তর আলোচনা করব। যেহেতু এখন সবাই কন্টেন্ট কে প্রাধান্য দিচ্ছে তাই এই কন্টেন্ট এর উপর কিছু হ্যাকারদের নজর পড়া শুরু হয়েছে। তারা এইসব কন্টেন্টগুলো হ্যাকড করছে। আমরা যেহেতু জানি যে কন্টেন্ট কি ? তাই এই বিষয় নিয়ে আর আলোচনা দীর্ঘ করব না। তারপরও একবর বলে রাখি কন্টেন্ট আমরা তাকেই বলে থাকি আমরা আমাদের ব্লগে যেসব ইউনিক লেখাগুলো পাবলিশ করে থাকি। আমরা তাকেই সাধারনত কন্টেন্ট বলি।
কন্টেন্ট হ্যাকড কিঃ
কোন ধরনের অনুমতি ছাড়া  আপনার সাইট-এ প্রবেশ করে আপনার লেখার ভিতর অন্য বিষয়বস্তু ঢুকিয়ে দেওয়া, গুগল সার্চ থেকে আপনাকে সরিয়ে দেওয়া, কন্টেন্ট এর ভিতর ম্যালুওয়ার প্রবেশ করিয়ে দিয়ে ভিসিটরদের কে বিভ্রান্ত করে দেওয়া টা হল কন্টেন্ট হ্যাকড।
কন্টেন্ট হ্যাকড কিভাবে হতে পারেঃ আমি কিছু উদাহরণ দিয়ে বুঝানোর চেষ্টা করব কিভাবে কন্টেন্ট হ্যাকড হতে পারেঃ
১) ইঞ্জেক্টেড কন্টেন্টঃ একজন হ্যাকার আপনার সাইটের এক্সেস লাভ করে তারা আপনার সাইট এর বিদ্যমান পেজের ভিতর দূষিত কন্টেন্ট প্রবেশ করানোর চেষ্টা করে। এরা বেশিরভাগ সময় জাভাস্ক্রিপ্ট আকারে সাইটে সরাসরি ইঞ্জেকশনের মত পুশ করে। আর এই কারনে একে ইঞ্জেক্টেড কন্টেন্ট বলা হয়।
২) অ্যাডেড কন্টেন্ট বা কন্টেন্ট যোগ করাঃ কখন কখনও নিরাপত্তা সংক্রান্ত ত্রুটিরকারনে হ্যাকাররা স্পামি বা দূষিত কন্টেন্ট  আপনার সাইটে যুক্ত করে দেয়। এইটা সাধারনত নতুন নতুন পেজে যুক্ত করে দেয়। এই পেজগুলো প্রায় সার্চ ইঞ্জিনকে সঠিকভাবে বোঝানো হয়। আপনার বর্তমান পেজটি হ্যাকিং শিকার সেটার কোন লক্ষন দেখান হয় না। কিন্তু এই নতুন পেজ খোজার ফলে আপনার সাইট আর ভিজিটর এর অসস্থির কারন হএ দাঁড়াই। ফলে আপনার সাইট ভাল পারফরম্যান্স করে না।
৩) হিডেন কন্টেন্ট বা লুকানো কন্টেন্টঃ হ্যাকাররা এছাড়া আপনার সাইট এর বর্তমান পেজগুলো সঠিকভাবে দেখা চেষ্টা করে, যাতে করে তাদের লক্ষ পূরণ হয়। তাদের লক্ষ্য সার্চ ইঞ্জিন এবং আপনার ভিজিটরদের জন্য কঠিন হয়ে দাঁড়াই। সার্চ করার সময় আপনার সাইট যে কন্টেন্ট যোগ করা হয় এই গুলো সি এস এস অথবা এইচটিএমএল ব্যবহার করে একটি পেজের লুকানো লিঙ্ক বা কন্টেন্ট করে। এতে করে এটি ক্লকিং এর মত জটিল পরিবর্তন হতে পারে।
আমি এতক্ষণ কিছু কারন দেখালাম যেসবভাবে আপনার কন্টেন্ট হ্যাকড হতে পারে। যদি আপনার সাইট এর কন্টেন্ট হ্যাকড হয় তাহলে আপনি দ্রুত গুগল কে জানান এটি আপনার ওয়েব মাস্টার টুল এর মাধ্যমে জানাবেন। যদি হ্যাকাররা আপনার সাইট এর ভিতর কোন ধরনের ইনজেকশন এর মাধ্যমে ম্যালুওয়ার প্রবেশ করিয়ে দেয় এক্ষেত্রে আপনি গুগল কে জানান। গুগল আপনার সাইট আইডেন্টিফাই করে সার্চ রেজাল্ট থেকে আপনাকে প্রটেক্ট করবে। যাতে করে আপনার অন্য ইউজাররা এই আক্রমন থেকে রক্ষা পাই।
যদি আপনি এই ধরনের ইনফেকশনে ভুগেন তাহলে কিছু টিপস ফলো করুন এটা আপনাকে অনেক কাজে দিবে।
১) (ক) সাইট ডাউনঃ কোন ধরনের বিলম্ব ছাড়াই সাইট টি ডাউন করুন। এটি আপনি অন্যদের কে সঙ্ক্রমন থেকে আপনার সাইট প্রতিরোধ ব্যবস্থা করুন। যেটা খুবি গুরুত্বপূর্ণ।
(খ) যোগাযোগঃ দ্রুততার সাথে আপনার সাইট এর হোস্টার এর সাথে যোগাযোগ করুন। তারা আপনাকে এই সমস্যা মোকাবেলার জন্য পদক্ষেপ গ্রহন করবে।
(গ) পাসওয়ার্ড এবং ইউজার নেমঃ আপনার সমস্ত পাসওয়ার্ড এবং ইউজারনেম পরিবর্তন করুন। যেমনঃ এফটিপি এক্সেস, এডমিন প্যানেল, কন্টেন্ট ম্যানেজমেন্ট, সিস্টেম অথরিটিং আকাউন্ট।
যদি আপনি আপনার সার্ভার এক্সেস পান তাহলে গুগল ৫০৩ কোড শো করবে। এটা বুঝবে আপনার সাইট দ্রুত ফিরে আসার। যাতে আপনার ভিজিটররা দেখতে পারে। এটা অবশ্য অফলাইন টেকিং ক্রল হয়। এটা ঠেকনোর জন্য Robot.txt ব্যবহার বেশি ভাল।
২)  আপনি যদি আপনার সাইট ডাউন করে থাকেন। তাহলে তারপর আপনার আইডেন্টিফাই করা প্রয়োজন আপনার সাইট এর সৃষ্ট ক্ষতি। কিভাবে করবেন সেটা নিম্নে দেওয়া হল।
(ক) প্রথমে আপনাকে গুগল সেফব্রাউজিং (SafeBrowsing) এ যেয়ে আপনাকে এনালাইসিস করতে হবে। ((http://www.google.com/safebrowsing/diagnostic?site=www.example.com) এইhttp://www.example.com  এর জাইগাতে আপনার সাইট এর ইউআরএল দিতে হবে। গুগল অটোমেটিক আপনার সাইট বর্তমান অবস্থা সবকিছু ইনফর্মেশন দ্রুত দিয়ে দিবে।
(খ) আপনার কম্পিউটার টি স্ক্যান করুন আপ টু ডেট স্ক্যান প্রোগ্রাম ব্যবহার করে। কারন একজন হ্যাকার অনিষ্টকারী কোড আপনার কম্পিউটারে যোগ করতে পারে। আপনি শিউর হন আপনার কনটেন্ট স্ক্যানের ব্যাপারে। শুধুমাত্র টেক্সট বেসড ফাইল না ইমেজ ফাইলও স্ক্যান করুন। কারন ইমেজের ভিতর ইমবেড করতে পারে অনিষ্টকারী কোড।
(গ) যদি দেখেন আপনার সাইট আক্রান্ত, তাহলে আপনার ওয়েবমাস্টার টুলে যেয়ে হেলথ(Health) ক্লিক করুন এরপর ম্যালুওয়ারে (Malware) ক্লিক করুন। এরপর স্যাম্পল ইউআরএল দিন যেগুলা আক্রান্ত হয়েছে। এরপর  ম্যালুওয়ারে (Malware) কোডগুলো কাউন্ট হতে থাকবে। কিছু কিছু সময় হ্যাকাররা সাইটে নতুন নতুন ইউআরএল যোগ করে দেয় অসাধু উদ্দেশে।
(ঘ) ওয়েবমাস্টার টুল থেকে ইউআরএল রিমুভাল টুল টি ব্যবহার করুন। আর রিকুয়েস্ট পাঠান হ্যাকড পেজগুলো রিমুভ করার জন্য।
(ঙ) এরপর গুগল কে রিপোর্ট করুন http://www.google.com/safebrowsing/report_phish/
(চ) এরপর গুগল কে ওয়েবমাস্টার টুল থেকে আপনার সাইট এর জন্য রিভিউ দিতে বলেন। ওয়েবমাস্টার টুলে যেয়ে হেলথ(Health) ক্লিক করুন এরপর ম্যালুওয়ারে (Malware) ক্লিক করুন। এরপর রিকুয়েস্ট রিভিউ (Request Review) তে ক্লিক করুন।
আর এইভাবে আপনি আপনার সাইট কে সার্চ রেজাল্ট থেকে বাঁচিয়ে সঠিক উপায়ে আবার ফিরে আসবেন সার্চ ইঞ্জিনে। যা আপনার সাইট এর কনটেন্ট কে অনেক বড় ক্ষতি থেকে বাচাতে পারেন। তবে আরও একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখা উচিত, অনেক সময় হ্যাকাররা আরও অন্য ধরনের পন্থা অবলম্বন করে থাকে তার ভিতর একটি পন্থা যা বোঝা যায় না। আমরা দেখি অনেক সময় কম্পিউটারের স্ক্রিনে সফটওয়ার আপডেটের জন্য মেসেজ দিয়ে থাকে। অথবা কোন প্লাগিন আপডেটের জন্য মেসেজ প্রদান করে থাকে। আমরা কোন ধরনের ভেরিফাই ছাড়া সেটা আপডেট করতে থাকি। এটা মোটেও করবেন না। আপনি আগে দেখে নিবেন আমি যেটা আপডেট করতে চাচ্ছি সেটা ইন্সটল দেওয়া আছে কি না। এরপর আপনি ওই সফটওয়ার এর মেইন সাইট এ প্রবেশ করে আপডেট দিবেন। কারন হ্যাকাররা বিভিন্ন ছদ্মবেশে আপনার সাইট এর কনটেন্ট হ্যাক করতে পারে। ইদানিং এই পথ টা হ্যাকাররা এই পথ টা এখন বেশি বেছে নেয়। এই জন্য সর্বদা স্ক্রিপ্ট থেকে একটু সাবধানে থাকবেন। আর সাইট আক্রান্ত হওয়ার পর পরই সর্ব প্রথম স্ক্রিপ্ট গুলোকে সরাবেন। তাহলে হইত রোধ অনেক টা বেশি কার্যকর হবে।
***আর আপনি চাইলে কনটেন্ট ক্রাইমদের কে এই সাইট (http://www.antiphishing.orgএর মাধ্যমে কমপ্লেন করতে পারেন। এই পৃথিবীর সমস্ত সাইট এর উপর নজর রাখে। ক্রাইমকারীদেরকে উপর যথাযথ ব্যবস্থা গ্রহন করে।
***তাছাড়া আপনি এই সাইট এ যেয়ে https://badwarebusters.org/
বিস্তারিত আপনার সমস্যার কথা জানালে আপনাকে তারা সমাধান দিয়ে দিবে। এবং কি করতে হবে সেইটা জানিয়ে দিবে। এই সাইট টি নিয়ন্ত্রণ করে গুগল, মজিলা, পেপাল, স্টপ হ্যাকার সহ আরও বিভিন্ন সংস্থা। তাই আপনাকে তারা সুরক্ষিত রাখার সর্বোচ্ছ চেষ্টা করবে।
***যদি আপনার সাইট গুগল দ্বারা ব্যানড হয় তাহলে আপনি এই ভিডিও টা দেখে আপনার সাইট টি উদ্ধার করতে পারবেন https://www.youtube.com/watch?v=ubklMNgC6x8
অনেকদিন যাবত চেষ্টা করতেছি *WE Stop Badware* এর সাথে একটি চুক্তি সাক্ষর করে বাংলাদেশের সব ব্লগার এবং ওয়েব মাস্টার দের কে এইসব দুষ্কৃতীদের হাত থেকে রক্ষার জন্য। কিন্তু এর জন্য প্রয়োজন ৫০ হাজার ডলার। আমাদের সরকার এইটার প্রতি কোন হস্তক্ষেপ নেই। যার ফলে অনেকে ভোগান্তি তে পড়ছে। কষ্ট করে অনেক টাকা খরচ করে একটা সাইট বানিয়ে যখন দাড় করাই তখন কিছু দুষ্কৃতিকারী তাদের দুর্বলতা টা নিয়ে সাইট টা কে নস্ট করে দেয়। সঠিক ওয়ে জানা নেই এখান থেকে কিভাবে বের হব তাই বের হতে পারে না অনেকে। ফলে তার সম্পূর্ণ কষ্ট বৃথা যায়। আমি যতটুকু পড়া-লেখা করে জেনেছি সবাই কে জানানোর চেষ্টা করব। আশা করি আপনার সাইট কে আপনি প্রটেক্ট দিতে পারবেন।
আশা করি আপনারা আমার কথা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। যদি কোন ব্যাক্তি সমস্যা তে পড়েন তাহলে সুজাসুজি আমাদের ফেসবুক গ্রুপে চলে আসবেন। যদি গ্রুপে আমাকে না পান তাহলে আমার ফেসবুক এ মেসেজ করবেন।  তবে সাবধান,গ্রুপে কিন্তু খুব কড়াকড়ি ভাবে নিওম-কানুন মেনে চলা হয়। তাই গ্রুপে আসার পূর্বে গ্রুপের নীতিমালাটা একটু দয়া করে পড়ে নেবেন।
আর অনলাইনের সব তরুতাজা খবর জানতে এবং ফ্রীলাঞ্ছিং পরিবারের সাথে যুক্ত হতে চাইলে তাড়াতাড়ি লাইক করুন আমাদের এই পেজটি। আপনি একটা লাইক করলেই আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। আর পরিবারের ব্যক্তিদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় আমাদের ফ্যান পেজে। তাদের সমস্যার সমাধানগুলো চলে যায় খুব দ্রুত। আমাদের পরিবারে যুক্ত হতে চাইলে সুজাসুজি চলে আসুন  এই পেজে।
আজ কে এই পর্যন্ত ,তবে যাওয়ার আগে একটা কথা আমি লিখছি আপনাদের কোন কাজে লাগছে কি না এইটা একটু জানাবেন। সবাই কে অনুরধ করব যারা যারা পড়েন তারা কমেন্ট করে জানাবেন যে কারোর কোন ক্ষতি বা উপকার হয়েছে কিনা। কারন আজকের আপনাদের মতামতের উপর নির্ভর করবে আমার পরবর্তী পোস্ট দেওয়ার জন্য। তা না হলে আর কষ্ট করে টিটি তে লিখব না।  সবাই ভাল থাকবেন। এই কামনা করে আজকের মত শেষ করছি। আল্লাহ হাফেজ।
চাইলে আমার প্রযুক্তি বিষয়ক প্রযুক্তির আলো  ব্লগ থেকে একটু ঘুরে আসতে পারেন।
 ফেসবুক এ আমি হ্যারি পটার 

২০১৪ সালের এস ই ও : কেমন হওয়া উচিৎ ২০১৪ সালের গুগলের এলগরিদম আপডেটের প্রস্তুতি


Ads by Techtunes - tAds
AjkerDeal.com | Surprise. Everyday
বিখ্যাত সার্চ ইঞ্জিন গুগল ইন্টারনেট ইউজারদের সুবিধার কথা চিন্তা করে তার এলগরিদম আপডেটে ব্যাপক পরিবর্তন ঘটিয়ে চলেছে। এই বছরটা ছিল গুগলের এলগরিদম আপডেটের সবচেয়ে বিস্ময়কর বছর। ২০১৩ সালেই গুগল পেঙ্গুইন, পান্ডা এবং হামিংবার্ড আপডেটের মত তিনটি গুরুত্ত্বপূর্ণ এলগরিদম আপডেট সংযোজন করেছে। যার ফলে ইন্টারনেট ব্যাবহারকারীদের সম্ভাব্য কী-ওয়ার্ড দিয়ে তাদের প্রয়োজনীয় তথ্য খুজে পাওয়া আগের তুলনায় অনেক সহজ হয়ে গেছে।
প্রথম দিকে এই এলগরিদম আপডেটগুলো সম্পর্কে তৎক্ষনাৎ ধারণা না থাকার কারণে অর্থাৎ এই আপডেটগুলোর সঠিক উদ্দেশ্য বুঝতে না পারার কারণে এবং সেই সময় র‍্যাংকিংয়ের উপরের দিকে থাকা অনেকগুলো ওয়েবসাইট নিচে নেমে যাওয়ার কারণে অনেকেই মনে করেছিল গুগলের এই এলগরিদম আপডেটগুলো সংযোজনের ফলে এসইও প্রোফেশানটি বোধহয় ধ্বংস হয়ে গেল!! যার কারণে অনেকেই এই আপডেটগুলোর কারণে এসইও এর ভবিষ্যত নিয়ে বেশ চিন্তিত ছিল। কিন্তু আসলে গুগল স্পামিং রোধ করার জন্যই এই আপডেটগুলো সংযোজন করেছে। এই আপডেটগুলোর যুক্ত করার কারণে এখন শুধুমাত্র ভাল ওয়েবসাইটগুলোই গুগলের র‍্যাংকিংয়ে থাকবে এবং ইউজাররাও অনেক সহজে তাদের প্রয়োজনীয় তথ্য পেতে ভাল সাইটগুলোকে অতি সহজে খুজে পাবে। অর্থাৎ এই এলগরিদম আপডেটগুলোর মাধ্যমেই এসইও এর গতানুগতিক ধারায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে যার কারণে এসইও এখন আগের চাইতে আরো অনেক বেশি স্মার্ট প্রোফেশান। এতে করে এসইও স্পেসিয়ালিস্টদের জন্য নিজের সাইটকে এগিয়ে রাখতে বা নিজেকে এগিয়ে নিতে অনেকটা ফাইট বা সৃজনশীল কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করার দ্বার উন্মোচন হয়েছে।
যে কোনো বিষয়ে যখন খুব বেশী প্রতিযোগীতা থাকেনা তখন সেই বিষয়টির প্রতি মানুষের আকর্ষণও খুব একটা থাকেনা, এটাই স্বাভাবিক। গুগলের এলগরিদম আপডেটগুলোর আগে  অনেকে বাজেভাবে লিংক বিল্ডিং করেই খুব সহজে তাদের ওয়েবসাইটকে গুগলের টপে নিতে পারত। যে কারণে তখন প্রতিযোগীতামূলক এসইও করার প্রতি খুব বেশী আকর্ষণ বা প্রতিযোগীতা কোনোটাই দেখা যেতনা। কিন্তু এখন গুগলের এই আপডেটগুলোর কারণে আগের চাইতে নিজের কোম্পানিকে এগিয়ে রাখতে মানসম্পন্ন এসইও করাটা অনেক প্রতিযোগীতামূলক হয়ে গেছে। পাশাপাশি সৃজনশীল কাজের মাধ্যমে নিজের যোগ্যতার প্রমাণ দেওয়া বা নিজেকে  এসইও এক্সপার্ট হিসেবে প্রমাণ করার চান্সটাও অনেক সহজে পাওয়া যাচ্ছে।
এটিকে বলা যায় এক প্রকার চাতুরীপণা থেকে কৌশলগত উপায়ে রূপ দেওয়া। কারণ এখন আর আগের মত শুধুমাত্র লিংক বিল্ডিং এর মাধ্যমে এসইও করে সফল হওয়া যায়না, এখন লিংক বিল্ডিং এর পাশাপাশি ইউনিক কিছু কৌশলের উপর বেশ জোর দেওয়া চাই। অর্থাৎ এই এলগরিদম আপডেটের কারণে শুধুমাত্র অধিকতর যোগ্য এসইও এক্সপার্টরাই গুগলের পরবর্তী পদক্ষেপের সাথে তাদের কাজের সমন্বয় ঘটিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাচ্ছেন এবং একমাত্র তাদেরই এসইওতে সফল হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। অন্যদিকে যারা শুধুমাত্র চিরাচরিত লিংকবিল্ডিং এর উপর জোর দিয়ে কাজ করছেন এবং গুগলের এই আপডেটগুলোকে গুরুত্ত্ব সহকারে নিচ্ছেন না তাদের কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা থাকছে না বললেই চলে।
আপনি ওয়েবসাইটের এসইও এর কাজ করেন বা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গুগলের আপডেটগুলো সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে যাতে কাজ করতে গিয়ে আপডেটগুলোর সাথে আপনার কাজের সমন্নয় ঘটাতে পারেন। সেই সাপেক্ষে বিভিন্ন কোম্পানি বা যারা এসইও এর ডিজিটাল পদ্ধতিতে কাজ করতে চান তাদের জন্য কার্যকরী কিছু টিপস দিচ্ছি।

২০১৩ তে যা শিখলেন/জানলেন সবকিছুকে ঠিক রেখে নিজের ধারণাকে বিস্তৃত করুন


২০১৩ সালে গুগলের যত এলগরিদম আপডেট ২০১৪ সালের এসইওতে সেগুলোর খুব একটা পরিবর্তন হবার সম্ভাবনা নেই এবং এসইও এর ভবিষ্যৎ এই আপডেটগুলোর উপর ভিত্তি করেই হবে। কাজেই এই আপডেটগুলো সম্পর্কে সঠিক ধারণা নিয়েই আপনাকে এগোতে হবে। আপনার এসইও কাজের ক্ষেত্রে লিংক বিল্ডিং হচ্ছে এক প্রকার সাপোর্টিং হ্যান্ড, এটি আপনার কাজকে কিছুটা সহজ করে দিবে মাত্র কিন্তু তাই বলে এমন না যে লিংক বিল্ডিং করেই আপনি আপনার এসইও কাজ শেষ করতে পারবেন। কাজেই অযথা বাজেভাবে লিংক বিল্ডিং না করে ভাল মানের লিংক কোয়ালিটির উপর জোর দেওয়ায় হবে বুদ্ধিমানের কাজ।গুগলের  সাম্প্রতিক এলগরিদম আপডেটগুলো বুঝে বা সেই কৌশলগুলো মেনে যারা এসইও করবে শুধুমাত্র তারাই বেনিফিটেড হবে। অপ্রয়োজনীয় বা বাজেভাবে লিংক বিল্ডিং করে যারা এসইও করার চেষ্টা করবে  তারা কোনোভাবেই সুবিধা লাভ করতে পারবেনা। অর্থাৎ শুধুমাত্র লিংক বিল্ডিং করে এসইও করার দিন আসলেই ফুরিয়ে গেছে।

মানসম্মত কনটেন্ট আগের চেয়ে অনেক বেশি কার্যকরী

আশা করা যায় মানসম্পন্ন কনটেন্ট মার্কেটিং এর মূল্যমান আগের চেয়ে অনেকটাই বেড়ে গেছে। যে সকল কোম্পানি বা এসইও স্পেসিয়ালিস্ট গুগলের আপডেটের সাথে সামঞ্জস্য রেখে মানসম্মত ইউনিক কনটেন্ট এর উপর জোর দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে গুগলের কাছে বা টার্গেটেড কাস্টমারদের কাছে তারাই বেশি প্রাধান্য পাবে, অন্যদিকে যারা ভুয়া বা অন্যের থেকে কপি করা কনটেন্ট ব্যাবহার করে কাজ করবে তারা খুব বেশি সুবিধা আদায় করতে পারবেনা। ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটেই আমি এসইও ক্লাস করি। এই ইনস্টিটিউটের প্রজেক্ট ম্যানেজার এবং এসইও এক্সপার্ট একরাম স্যার  http://facebook.com/ekramict  আমাদের সবসময় বলে থাকেন যে একটি ওয়েবসাইটের এসইও এর অনেকটাই নির্ভর করে আপনার মানসম্মত আর্টিকেলগুলোর উপর। উনি সবসময় সেই স্ট্র্যাটেজি ফলো করে কাজ করেন এবং সবসময় আমাদেরকে মনে করিয়ে দেন একটি সুন্দর ইউনিক আর্টিকেলের মাধ্যমেই আপনার সাইটের এসইও এর প্রায় অর্ধেক কাজ হয়ে যায়। উনার কাছ থেকেই আমার এসইও এর হাতেখড়ি এবং উনিই প্রথম আমাকে বুঝাতে পেরেছেন আজেবাজে লিংক বিল্ডিং না করে একটি আর্টিকেলের ইউনিক কন্টেন্টগুলোর মাধ্যমেই বেশি ভাল এসইও করা যায় সাথে অনেক ভাল লিংকও পাওয়া যায় এবং সাইটে রেগুলার ভিজিটর পেতে এটি গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখে। কাজেই মনে রাখতে হবে একটি আর্টিকেলের ক্ষেত্রে মানসম্মত কনটেন্ট এর গুরুত্ত্ব কিন্তু অনেক বেশি। একটি আর্টিকেলের আকর্ষণীয় লেখার মাধ্যমে সম্ভাব্য ভিজিটরদের আপনার সাইটের প্রতি যতটা দুর্বলতা তৈরি করতে পারবেন এবং যত বেশি নিয়মিত ভিজিটর পেতে পারেন অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে তা পারবেন না, এমনকি পীর-ফকিরের দোয়া-দরুদেও তা সম্ভব না। ভিজিটরদের কাছে আর্টিকেলের মানসম্পন্ন কনটেন্ট এর মাধ্যমে আপনার সাইটের গুরুত্ত্ব অনেকখানি ফুটে উঠে। কাজেই ভাল মানের কনটেন্ট  কোয়ালিটির উপর বেশি জোর দিতে হবে এবং সবসময় খেয়াল রাখতে হবে যেন আপনার সাইটের কনটেন্টগুলো অনেক বেশি ইউনিক হয়। কেননা কেউ যদি আপনার লেখা আর্টিকেল পড়ার পরে বুঝতে পারে এটা অন্য কোনো জায়গা থেকে কপি করা তখন তারা অবশ্যই আপনার সাইটের প্রতি আস্থা রাখতে পারবেনা এবং সাইটে প্রবেশ করার মত আকর্ষণ ফিল করবেনা। আকর্ষণীয় এবং মানসম্মত ইউনিক কনটেন্টগুলোর  কারণেই ইউজাররা আপনার সাইটের প্রতি বেশি আকৃষ্ট হবে এবং এতে আপনার সাইটে নিয়মিত ভিজিটর পাবার সম্ভাবনাও বেড়ে যায়।
ভাল মানসম্মত কনটেন্ট ব্যাবহারের সুবিধাগুলো দেখুন
  • এটি টার্গেটেড কাস্টমারদের আকর্ষণ তৈরি করতে অনেক বেশি হেল্পফুল হয়
  • আপনার কনটেন্টগুলো নিয়মিত শেয়ার করার মাধ্যমে ভাল ট্রাফিক পেতে পারেন
  • ভাল মানের কনটেন্ট ব্যাবহারের মাধ্যমে সাইটটিকে অনেক বেশি জনপ্রিয় করা যায়
  • অথরিটি বিল্ডিংয়ের জন্য অনেক বেশি সহায়ক হয়
গুগলের এলগরিদম আপডেটগুলোর কারণে আপনার সাইটটিকে কোন অবস্থানে দেখতে চান সেটা অনেকটাই নির্ভর করছে আপনি কোন মানের কনটেন্ট ব্যাবহার করছেন এবং কাজের ক্ষেত্রে কি ধরণের কৌশল অবলম্বন করছেন সেটার উপর। মানসম্মত কনটেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি অবশ্যই আপনার সাইটের জন্য ভাল ফলাফল আনতে পারে।

স্যোসিয়াল মিডিয়া সাইটগুলো গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখবে


গত কয়েক বছরে অনলাইন মার্কেটিং সেক্টরে স্যোসিয়াল মিডিয়া সাইটগুলো অনেক গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখছে।  প্রথম দিকে আমরা দেখেছিলাম কিভাবে ফেসবুক এবং টুইটার রীতিমত অনলাইন বিপ্লব সৃষ্টি করেছে। বর্তমানে আমাদের দেশেও স্কুল, কলেজপড়ুয়া ছেলেমেয়েদের থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহারকারী বয়স্ক লোকেদের কাছেও ফেসবুক সমানভাবে জনপ্রিয়। কিন্তু বিগত কয়েক বছরের মধ্যে  pinterest, Instagram, Google plus সহ আরো অনেক স্যোসিয়াল মিডিয়া সাইটগুলো অনলাইন মার্কেটিংয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং বর্তমান অবস্থার কথা চিন্তা করলে এই ধরণের মিডিয়া সাইটগুলোর চাহিদা আরো বাড়তে পারে। স্যোসিয়াল মিডিয়া সাইটগুলোতে নিয়মিত উপস্থিতির মাধ্যমে আপনার পরিচিতি অনেকের কাছে তুলে ধরতে পারবেন। আপনার উপস্থিতি বা কার্যক্রম বাড়ানোর মাধ্যমে অনেকের কাছে আপনার সাইটের গুরুত্ত্ব বাড়িয়ে তুলতে পারেন সেই সাথে তাদের কাছে নিজের গুরুত্ত্বও অনেকাংশে বাড়ানো যায়। কাজেই স্যোসিয়াল মিডিয়া সাইটগুলোকে গুরুত্ত্বসহকারে  নিন এবং এগুলোতে আপনার কার্যক্রম বাড়িয়ে তুলুন।
বিভিন্ন কোম্পানি এবং এসইও প্রফেশনালিস্টরা নিচের যে প্রশ্নগুলো এড়িয়ে যেতে পারবেননাঃ
  • স্যোসিয়াল মিডিয়াকে আপনি কতটা গুরত্ত্বসহকারে নিচ্ছেন? এগুলোতে আপনি কতটুকু শক্তিশালী সার্কেল, ভাল প্রোফাইল এবং মানসম্পন্ন কনটেন্ট তৈরি করতে পেরেছেন?
  • আপনার সব কনটেন্টগুলো রেগুলার শেয়ার করতে পারছেন কি?
  • স্যোসিয়াল মিডিয়াতে আপনার কোম্পানির জন্য কতটা কার্যকরী ভূমিকা রাখছেন?
  • টার্গেটেড কাস্টমারদের জন্য কতটা কার্যকরী ভূমিকা রাখছেন?
  • সার্চ ইঞ্জিনগুলোর জন্য আপনি বা আপনার কোম্পানি কতটা এক্টিভ ?

কার্যকরী ভূমিকা রাখবে গুগল প্লাস (Google+)

অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে স্যোসিয়াল মিডিয়া সাইটগুলোর কোনো বিকল্প নেই। বর্তমানে বিভিন্ন ধরণের স্যোসিয়াল মিডিয়া সাইটের মধ্যে অন্যতম জনপ্রিয় সাইট হচ্ছে গুগল প্লাস (Google+) । ধারণা করা হচ্ছে অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে স্যোসিয়াল মিডিয়া সাইটগুলোর মধ্যে গুগল প্লাস বেশ জনপ্রিয়তা পাবে এবং অলরেডি এটি ফেসবুকের মত অন্য সব মিডিয়া সাইটগুলোর সাথে যথেষ্ট প্রতিযোগীতা দিয়ে এগিয়ে যাচ্ছে। আপনার সাইটের কনটেন্টগুলো শেয়ার করার মাধ্যমে সাইটে অনেক বেশি ট্রাফিক পেতে গুগল প্লাস অনেক কার্যকরী ভূমিকা রেখে চলেছে। যেহেতু এতে গুগলের নিঃজস্ব ক্রেডিট রয়েছে তাই গুগলে অথরিটি বিল্ডিং এর ক্ষেত্রে আপনার জন্য এটি যথেষ্ট সহায়ক হবে। তাই গুগল প্লাসকে আপনার সাইটের মার্কেটিং এর ক্ষেত্রে গুরুত্ত্বসহকারে নিন। এখনো যদি আপনি গুগল প্লাসে একাউন্ট তৈরি না করে থাকেন তাহলে আর দেরী না করে একাউন্ট করে নিন এবং ভাল প্রোফাইল তৈরি করে শক্তিশালী একটি সার্কেল গঠন করুন। আপনার কাজের নমুনা এবং কনটেন্টগুলো নিয়মিত শেয়ার করুন। এখানেও ফেসবুক পেইজ এবং গ্রুপের মত অনেক ভাল কমিউনিটি পাবেন, সেগুলোতে এড থাকুন, রেগুলার পোস্ট দেয়ার চেষ্টা করুন। এভাবে দেখতে দেখতে আপনার ভাল একটি সার্কেল এমনিতেই হয়ে যাবে।

হামিংবার্ড আপডেটের শর্ত অনুযায়ী ওয়েবসাইটের মোবাইল ভার্সন তৈরি করুন


গুগলের এলগরিদম আপডেটগুলোর মধ্যে সর্বশেষ যে আপডেট সেটি হচ্ছে হামিংবার্ড আপডেট। অন্যান্য সব আপডেটগুলোর চাইতে এটিকে বেশ ইতিবাচক একটি পরিবর্তন হিসেবে মনে করা হচ্ছে। গুগল তার সার্চ রেজাল্টকে ইউজারদের কাছে আরো সহজভাবে উপস্থাপন করার জন্যই মূলত এই আপডেট গুলো করছে এবং হামিংবার্ড আপডেটের মাধ্যমে গুগল সেই লক্ষ্যে আরো একধাপ এগিয়ে গেলো।
হামিংবার্ড আপডেটে স্মার্টফোন বা ট্যাবলেটের মত ছোট স্ক্রীনে ইন্টারনেট ব্যবহারকারীদের বিশেষ সুবিধার কথা চিন্তা করা হয়েছে, কারণ যেখানে বর্তমানে প্রায় অর্ধেকের বেশি আমেরিকানরা স্মার্টফোন, এবং প্রায় এক তৃতীয়াংশ লোকেরা ট্যাবলেটের মাধ্যমে ইন্টারনেট ইউজ করছে। এমনকি শুধু আমেরিকানরা না, এই ধরণের স্মার্টফোন এবং ট্যাবের ব্যবহার এখন গোটা বিশ্বেই এক প্রকার বিপ্লব সৃষ্টি করে চলেছে।
কাজেই আপনার ওয়েবসাইটের এসইও করতে হলে মোবাইল পারফরম্যান্সের ব্যাপারটিকেও মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনার সাইটটিকে এমনভাবে ডিজাইন দিতে হবে যাতে একই সাথে মোবাইল বা ট্যাবলেট এর মত ছোট স্ক্রীন এবং কম্পিউটারের বড় মনিটরেরও উপযোগী হয়। আপনার সাইটটিকে যদি হামিংবার্ড আপডেট সহ অন্যান্য সব আপডেটগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ২০১৪ সালের এসইও এর জন্য পারফেক্ট একটা সাইট হিসেবে দেখতে চান, তাহলে আর দেরী করার কোনো সুযোগ নেই। মোবাইল অপটিমাইজেশনের বিষয়টিকেও পূর্ণ অগ্রাধিকার দেয়ার মাধ্যমেই আপনার সাইটটিকে অনেক বেশি  এসইও বান্ধব করে তৈরি করে নিন।

লং কনটেন্ট এবং সর্ট কনটেন্ট

কোন ধরণের কনটেন্ট ব্যবহার করা জরুরী? লং কনটেন্ট নাকি সর্ট কনটেন্ট? সেটি নির্ভর করে কে কনটেন্টটি তৈরি করছে,কি বিষয়ের উপর কনটেন্টটি লেখা হচ্ছে, কাদেরকে টার্গেট করে লেখা হচ্ছে বা কনটেন্টটির পাঠক কারা হবে এবং সবশেষে কনটেন্টটি যিনি লিখছেন সবকিছু বিবেচনা করে তিনি কোন ধরণের কনটেন্ট লিখতে চাচ্ছেন তার উপর।
উপরের বিষয়টিকে চিন্তা করলে অর্থাৎ লং কনটেন্ট বা সর্ট কনটেন্ট এর কথা বিবেচনা করলে আপনার সাইটটিকে যদি র‍্যাংকিংয়ে রাখতে চান তাহলে কোন ধরণের কনটেন্ট আপনি ইউজ করবেন? উত্তরটি হতে পারে অথবা/এবং/উভয়। অর্থাৎ আপনি কোন বিষয়ের উপর লিখছেন,  আপনার টার্গেটেড পাঠক কারা হবে ইত্যাদি বিষয় গুলোকে মাথায় রেখে লং বা সর্ট যে কোন ধরণের মানসম্মত কনটেন্ট আপনি তৈরি করতে পারবেন। তবে কনটেন্ট এর ব্যাপারে লেখার শুরুতে যেটির উপর বেশি জোর দিতে বলেছি এবং জোর দেয়া অনেক জরুরী সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার কনটেন্টটি যেন ইউনিক হয় এবং পাঠকদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়।

মানসম্মত গেস্ট ব্লগিং সবসময় অন্যতম কার্যকরী একটি কৌশল


সাইটে ভাল ট্রাফিক পেতে, ভাল মানের লিংকবিল্ডিং করতে হলে অর্থাৎ প্রচুর পরিমাণে ভিজিটর পেতে মানসম্মত গেস্ট ব্লগিংকে সবসময় কার্যকরী একটি কৌশল হিসেবে বিবেচনা করা হয়। গেস্ট ব্লগিং এ সবসময় মানসম্মত ইউনিক আর্টিকেল লেখাটা অনেক জরুরি। বলা হয় মানসম্মত ইউনিক আর্টিকেল লেখার মাধ্যমে আপনার সাইটের এসইও এর প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়ে যায়। গেস্ট ব্লগিং এর মাধ্যমে  ভালভাবে নিজের কোম্পানির ব্র্যান্ডিং করা যায় আবার সেই সাথে নিজেরও ফ্রি ব্র্যান্ডিং হয়ে যায়, অর্থাৎ আপনার লেখনীর মাধ্যমেই অনেকের কাছে নিজের গুরুত্ত্বও তুলে ধরতে পারবেন। এটিকে বলা যায় অথরিটি বিল্ডিং, যা গুগলের পেঙ্গুইন আপডেটে অনেক গুরুত্ত্বপূর্ণ টপিক হিসেবে বিবেচিত হয়েছে। গুগলের সাম্প্রতিক এলগরিদম আপডেটের কারণে গেস্ট ব্লগিং এর  গুরুত্ত্ব কোনো অংশে কমেনি বরং কিছুটা বেড়েছে। গেস্ট ব্লগিং এ ভাল মানের কনটেন্ট বা আকর্ষণীয় লেখার মাধ্যমে ইউজারদের আপনার সাইটের প্রতি অনেক বেশি আকৃষ্ট করা যায় যার কারণে সাইটে প্রচুর পরিমাণে নিয়মিত ভিজিটর পাওয়ার সম্ভাবনা থাকে।
এই বছরটা ছিল এসইও এর জন্য আসলেই একটি বিস্ময়কর বছর। এই বছরে গুগলের এলগরিদম আপডেটগুলোর কারণে এসইও এর ভবিষ্যত অনেকটাই নির্ধারিত হয়ে গেছে এবং এসইও প্রোফেশানটি যে এই আপডেটগুলোর উপর ভিত্তি করেই হবে সেই ধারণাও স্পষ্টভাবে পাওয়া গেছে। কাজেই গুগলের এই আপডেটগুলোর সাথে সামঞ্জস্য রেখে সঠিক পদ্ধতি অবলম্বন করে কাজ করার চেষ্টা করুন এবং একজন সফল এসইও এক্সপার্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন।
এসইও সম্পর্কে অনেক গুরুত্ত্বপূর্ণ তথ্য পেতে এবং সমস্যা  সমাধানের জন্য এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন
https://www.facebook.com/groups/creativeit/

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৯


Ads by Techtunes - tAds
Akhoni.com - Place for The Best Deals
বাংলায় প্র্যাকটিক্যাল S.E.O শেখার একটি ধারাবাহিক টিউটোরিয়াল
Learn to S.E.O (Search Engine Optimization) সম্পূর্ন বাংলা ভাষায় এবং ফ্রি

আজকে আমাদের নবম ক্লাশ........
আজকের বিষয়- গেষ্ট পোষ্টিং বা ব্লগিং
গেষ্ট ব্লগিং বর্তমান এস.ই.ওর জন্য একটি কার্যকরী উপায়। আজেক আমাদের পোষ্ট গেষ্ট ব্লগিং নিয়ে..........
যাই হোক কথা না বাড়িয়ে আমি আজকে দেখাবো গেষ্ট পোষ্টিং বা ব্লগিং.......
আপনাদের শেখার জন্য পিডিএফ আকারে প্রতিটি ক্লাশ দেয়া হবে, যেখানে চিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে কিভাবে কাজটি করতে হবে। আশাকরি সহজেই বুঝতে পারবেন।
বাংলা লেখায় কোন ভুল-ভ্রান্তি হলে মার্জনীয়....
নিচের লিংকগুলো থেকে আজকের ক্লাশের বইগুলো ডাউনলোড করে নিন। আমি দুইটি লিংকে এগুলো শেয়ার করেছি, যার যেটা সুবিধা সেটাতেই ট্রাই করেন।
ডাউনলোড কপি.কম লিংকঃ https://copy.com/Z2HyFUKlwbJ0
ডাউনলোড ড্রপবক্স.কম লিংকঃ https://www.dropbox.com/s/5107un6o8sd32t2/Ghest%20Posting.pdf
চলবে............. (To Be Continue......)
আমাদেরকে ফেসবুকে সরাসরি পেতে এখানে ক্লিক করুনঃ https://www.facebook.com/pages/MH-Soft-Ltd/133244840110708

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০১

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০২

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৩

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৪

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৫

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৬

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৭

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৮

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৯

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ১০

ভাল মানের ফেসবুক পেইজ পোস্ট তৈরি করে ভিজিটর বাড়ানোর সেরা ১০ টি উপায়


Ads by Techtunes - tAds
The Largest Eshop in Bangladesh - BD Online Store or Shop
আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। এখন আপনার প্রতিষ্ঠানে অনেক নিয়মিত কাস্টমার প্রয়োজন হবে যাতে করে আপনি খুব দ্রুত ব্যাবসায় সফলতা অর্জন করতে পারেন বা খুব দ্রুত আপনার পণ্যগুলোর প্রচার ঘটাতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট সম্পর্কে টার্গেটেড কাস্টমারদের কাছে সঠিক ধারণা দেয়াটা অনেক জরুরি। এটি আপনার প্রতিষ্ঠানে ভিজিটর বাড়াতে এবং ব্যাবসার প্রচারে অনেক গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজেই আপনাকে পণ্যের গুণগত মানের উপর ভিত্তি করে আকর্ষণীয় পোস্ট তৈরি করতে হবে যাতে করে টার্গেটেড কাস্টমারদের কাছে পণ্য সম্পর্কে বেশ আগ্রহ তৈরি করতে পারেন। আপনার পোস্টগুলোতে যত ভালভাবে প্রোডাক্টগুলোর গুণগত মানের কথা উপস্থাপন করতে পারবেন তত বেশী আপনার পণ্যের নিয়মিত কাস্টমার পাওয়ার সম্ভাবনা থাকে। আপনার প্রোডাক্টগুলোকে অতি দ্রুত গ্রাহকদের কাছে প্রচার করতে ভাল মানের পেইজ পোস্টের কোনো বিকল্প নেই। আসুন জেনে নিই কিভাবে অনেক ভাল মানের পেজ পোস্ট তৈরি করা যায় এবং এই পোস্টগুলোর মাধ্যমে কিভাবে আপনার প্রতিষ্ঠানে বা ওয়েবসাইটে ভিজিটর বাড়াতে পারেন।

১.ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্য পোস্টের লিংকগুলো প্রচার করুন :

ওয়েবসাইটে প্রচুর পরিমানে ভিজিটর পাওয়ার জন্য আপনার পোস্টের লিংকগুলো অনেক কার্যকরী ভুমিকা রাখবে কেননা পোস্টটি পড়ে অনেকের কাছেই আপনার সাইটে ঘুরে আসার আগ্রহ প্রকাশ করার সম্ভাবনা থাকে। পেইজের শেয়ারিং টুলে সাইটের URLটি যোগ করে নিন কারণ সাইটের টাইটেল, বিবরণ, ইমেজ ইত্যাদি অনেককিছুই আপনার URL থেকে পাওয়া যাবে, কাজেই আপনার পোস্টে কোন্ ধরণের টেক্সট এবং ইমেজ ব্যাবহার করবেন সেটা আপনার প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনাকেই নির্ধারণ করতে হবে। ইউজারদের কাছে এই ধরণের ভাল মানের টেক্সট এবং ইমেজের গুরুত্ত্ব অনেক বেশী, কারণ তথ্যবহুল এবং আকর্ষণীয় টেক্সট বা ছবির মাধ্যমেই তারা আপনার প্রোডাক্টের প্রতি আগ্রহ অনুভব করবে এবং সাধারণত ইউজাররাই এই ধরণের ইমেজগুলোর গুরুত্ত্ব অনেকাংশে বাড়িয়ে তুলে, তাই অবশ্যই ভাল মানের টেক্সট, ইমেজ ব্যাবহারের ক্ষেত্রে সচেষ্ট থাকতে হবে যাতে সুনিশ্চতভাবে আপনার পোস্টের ইমেজগুলো অতি দ্রুত টার্গেটেড কাস্টমারদের কাছে প্রচার পায়।

২.পোস্ট রিলেটেড ইমেজ এবং ভিডিও ব্যাবহার  করুন


আপনার প্রোডাক্ট বা পণ্যের রিলেটেড ভাল মানের ছবি বা আপনার পণ্য ব্যাবহার করে লাভবান হয়েছেন এমন কাস্টমারদের ছবি শেয়ার করার চেষ্টা করুন যাতে অন্যেরাও আপনার পণ্য ব্যাবহারের ক্ষেত্রে আগ্রহ অনুভব করে। বড় মাপের মিডিয়া সাইটগুলোও এই ধরণের ভাল মানের ছবি এবং ভিডিও গুলোর প্রতি আকৃষ্ট হয়ে আপনার পোস্টের ইমেজ এবং ভিডিও গুলো প্রচার করে থাকে। পোস্টটি যথাসম্ভব সংক্ষিপ্ত কিন্তু তথ্যবহুল করে লেখার চেষ্টা করুন, কারণ ইউজাররা তুলনামূলকভাবে ছোট এবং সংক্ষিপ্ত পোস্টগুলো পড়তে বেশী পছন্দ করে।

৩. ইউজার/কাস্টমারদের মতামতের উপর গুরুত্ত্ব দিন  :


আপনার অডিয়্যান্সদের জন্য আপনার পণ্যের গুণগত মান বিবেচনার সাপেক্ষে প্রয়োজনীয় মতামত দেয়ার বা মন্তব্য করার সুব্যাবস্থা রাখুন এবং কাস্টমারদের আপনার পণ্যের প্রতি বিশ্বস্ততা বাড়াতে তাদের ধারণাগুলোর যথাযত গুরুত্ত্ব দেয়ার চেষ্টা করুন। ব্যাবসায় সফলতার জন্য এটি টার্গেটেড কাস্টমারদের আপনার প্রোডাক্টের প্রতি আকর্ষণ তৈরি করতে বা তাদেরকে আগ্রহী করে তুলতে গুরুত্ত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।
উদাহরণস্বরুপ আমরা  ক্রিয়েটিভ আইটি (creative IT) এর কথা বিবেচনা করতে পারি। এটি একটি আই টি প্রশিক্ষণ কেন্দ্র যেটি প্রায় অনেকদিন থেকে আই টি সেকশানের বিভিন্ন বিষয়ের উপর অনেক গুরুত্ত্বপূর্ণ প্রশিক্ষণ দিয়ে চলেছে এবং তাদের ফেসবুক পেজ বা গ্রুপে তাদের অডিয়্যান্সদের জন্য প্রয়োজনীয় মতামতের সুব্যাবস্থা রেখেছে। এতে করে ইউজাররা তাদের দরকারী অনেক প্রশ্নের উত্তর খুব সহজে পেয়ে যাচ্ছে  এবং তারাও তাদের গুরুত্ত্বপূর্ণ মতামত জানাতে পারছে।

 ৪. আকর্ষণীয় ডিস্কাউন্ট এবং প্রোমোশান এর ব্যাবস্থা করুন :

যেমন ক্রিয়েটিভ আই টি কোম্পানি সবসময় তাদের পোস্টগুলোর মাধ্যমে স্পেশাল কিছু অফার দেয়ার ব্যাবস্থা রাখে যা তাদের ব্যাবসায়ীক সফলতার ক্ষেত্রে অনেক সহায়ক হয়। যেমন সম্প্রতি তারা গ্রাফিক্স ডিজাইনে ১০০ জন নারীর জন্য ফ্রী স্কলারশীপের বিশাল অফার চালু করে। এছাড়াও তাদের পোস্টগুলোতে সবসময় অনেক বড় বড় স্পেশাল অফারের ব্যবস্থা রাখা হয়।অনলাইনে বিক্রি বাড়াতে বা টার্গেটেড কাস্টমারদের আগ্রহী করে তোলার জন্য নিজের পণ্যের স্পেশাল কিছু অফার দেয়ার ব্যাবস্থা করুন। আপনার প্রোডাক্টের সাথে সম্পৃক্ত পেইজের লিংকগুলো আপনার ওয়েবসাইটে যুক্ত করুন।

৫. আকর্ষণীয় তথ্য প্রদান করুন   :


আপনার প্রোডাক্ট সম্পর্কে যত বেশী আকর্ষণীয় তথ্য দিতে পারবেন তত বেশি কাস্টমারদের আপনার পণ্যের প্রতি আগ্রহী করে তুলতে পারবেন। কাজেই আপনার পেইজের সাথে যুক্ত আছেন এমন কাস্টমারদের জন্য বা আপনার পণ্যের গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য আকর্ষণীয় তথ্য প্রদানের মাধ্যমে তাদেরকে যথাসম্ভব আকৃষ্ট করার চেষ্টা করুন। আপনার প্রোডাক্ট সম্পর্কে আকর্ষণীয় তথ্য, কন্টেন্ট বা ইভেন্টসের গুরুত্ত্বপূর্ণ তথ্য দেয়ার মাধ্যমেও গ্রাহকদের আকর্ষণ করার চেষ্টা করুন।

৬. সময়ের প্রতি খেয়াল রাখুন :

আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কোন সময়ে আপনার ক্রেতারা আপনার পণ্যের প্রতি বেশী আগ্রহ প্রকাশ করছে এবং কখন আপনার পোস্টগুলোর প্রতি তাদের নজর পড়ছে, সেই অনুযায়ী আপনি পোস্ট দিতে পারেন বা পোস্টগুলোর রিপ্লাই দিতে পারেন যাতে আপনার পোস্টগুলো অতি দ্রুত টার্গেটেড কাস্টমারদের কাছে দৃষ্টিগোচর হয়। যেমন বর্তমান কোনো উপলক্ষে বা ছুটির দিনগুলোতে আপনার পোস্টগুলোতে বেশি পরিমাণ রিপ্লাই পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনাকেও অবশ্যই যথাসময়ে তাদের মন্তব্যগুলোতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতে হবে কারন যতদ্রুত আপনি তাদের মন্তব্যগুলোর প্রতি নজর রেখে ভাল রিপ্লাই দিতে পারবেন তত দ্রুত আপনার প্রোডাক্টের প্রতি আগ্রহী ক্রেতা পাওয়ার সম্ভাবনা থাকে।
টিপস : আপনার আগাম কোনো প্রোডাক্টের বিক্রির সম্ভাবনা বাড়াতে প্রায় কয়েকদিন আগে থেকে প্রোডাক্টটি সম্পর্কে সবাইকে কিছুটা ধারণা দেয়ার জন্য নিয়মিত ছোটখাটো পোস্ট দেয়ার চেষ্টা করুন যাতে সবাই আপনার আপকামিং প্রোডাক্টির জন্য আগ্রহ সহকারে অপেক্ষা করতে থাকে।

৭।পরিকল্পনামাপিক ক্যালেন্ডার তৈরি করুন  :

আপনার ফ্যানদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে কোন্ প্রোডাক্টের উপর আলোচনা বা পর্যালোচনা হবে তার একটি সুনির্দিষ্ট ক্যালেন্ডার তৈরি করা। এটি শুধুমাত্র আপনার নিয়মিত পোস্টগুলোর জন্য সহায়ক হবেনা, বরং আপনাকে ভাল পরিকল্পনা তৈরি করতে, টার্গেটেড কাস্টমারদের আগ্রহী করতে অনেকখানি সাহায্য করবে এবং আপনার ব্যাবসার ক্ষেত্রে অনেক গুরুত্ত্বপূর্ণ ইভেন্ট বা নিউজ পেতে সাহায্য করবে। আপনার কাজের ক্ষেত্রে সহায়ক হবে বা আপনার প্রোডাক্টের কাস্টমার পেতে সাহায্য করবে এরকম কয়েকটি গ্রুপের সাথে সংশ্লিষ্টতা রাখার চেষ্টা করুন।

৮. পোস্ট দেয়ার সময়সূচী নির্ধারণ করুন :

সময় নির্ধারণ করে আপনার পোস্টগুলো শেয়ার করার ব্যাবস্থা করুন। বিশেষ করে যখন আপনার প্রোডাক্টের ফ্যানরা অনলাইনে অবস্থান করবে তখন আপনার পোস্টগুলো শেয়ার করার চেষ্টা করুন যাতে পোষ্টগুলো অতিদ্রুত তাদের কাছে দৃষ্টিগোচর হয়। আপনার পোস্টটি শেয়ার করার পরে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার কোন কাস্টমাররা  অনলাইনে আছে এবং আপনার পেইজে অবস্থান করছে । এতে করে তারা আপনার আকর্ষণীয় পোস্টটি পড়ে আপনার পণ্য ব্যাবহারের জন্য আগ্রহ অনুভব করবে।

৯. আপনার পোস্টগুলোকে টার্গেটেড করুন  :

আপনার পোস্টগুলো যদি বিশেষ কোনো গ্রুপের সদস্যদের উদ্দেশ্যে হয় তাহলে পেইজের শেয়ারিং টুলের নিচের বাম দিকে থাকা টার্গেট আইকনে ক্লিক করে এড টার্গেটিং সিলেক্ট করে পোস্টটি টার্গেটেড করে নিতে পারেন। স্ত্রী/পুরুষ, রিলেসানশীপ স্ট্যাটাস, এডুকেশানাল স্ট্যাটাস, আগ্রহী ব্যাক্তি, বয়স, লোকেশান, ভাষা ইত্যাদি বিষয় বিবেচনা সাপেক্ষে আপনার পোস্টটি টার্গেটেড করতে পারেন।

১০. আপনার পোস্টের পারফরম্যান্স এর প্রতি নজর রাখুন  :

আপনার কাস্টমারদের সাথে পোস্টগুলোর সম্পৃক্ততা বাড়াতে বা পোস্টগুলোর প্রচার বাড়ানোর জন্য কি করা প্রয়োজন তা বুঝার জন্য নিয়মিত পেইজের সাথে এক্টিভ থাকার চেষ্টা করুন। পেইজের সাথে সম্পৃক্ত থাকার মাধ্যমে কাস্টমারদের চাহিদা সম্পর্কে আপনার যথেষ্ট ভাল ধারণা তৈরি হবে এবং তারা কোন ধরণের কন্টেন্ট এর প্রতি বেশি আগ্রহী তা বুঝতে সাহায্য করবে। কাজেই পেইজের সাথে নিয়মিত সম্পৃক্ত থাকা আপনার জন্য অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ।
বিভিন্ন ধরণের সমস্যা সমাধান বা গুরুত্ত্বপূর্ণ তথ্যের জন্য এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন http://www.facebook.com/groups/creativeit/

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৮

বাংলায় প্র্যাকটিক্যাল S.E.O শেখার একটি ধারাবাহিক টিউটোরিয়াল
Learn to S.E.O (Search Engine Optimization) সম্পূর্ন বাংলা ভাষায় এবং ফ্রি

আজকে আমাদের অষ্টম ক্লাশ........
আজকের বিষয়- Blog Commenting
ব্লগ কমেন্ট মানে হলো, আপনি কোন ওয়েবসাইটে কমেন্ট অপশনে কমেন্ট করা। বিভিন্ন সাইটে দেখবেন কমেন্ট করার অপশন থাকে, সেখানে আপনি কমেন্ট করতে পারবেন আপনার মতামত। আর এটাই হলো ব্লগ কমেন্টিং।
আর এস.ই.ওর ক্ষেত্রে মূলত কমেন্ট করার উদ্দেশ্যই হলো একটি ব্যাক লিংক দেয় আমাদের সাইটের।
ব্লগে কমেন্ট করার মাধ্যমে কিভাবে ব্যাকলিংক করবো?
ব্যাকলিংকের গুরুত্ব সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। ব্লগে কমেন্ট করার মাধ্যমে আমরা ব্যাকলিংক তৈরী করতে পারি। ব্লগে কমেন্ট করার ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। আজ আমরা আলোচনা করব ব্লগে কমেন্টর মাধ্যমে ব্যাকলিংক তৈরী করার এরকমই কিছু নিয়ম............. এই সব নিয়েই আলোচনা করা হয়েছে আজকের ক্লাশে.......
যাই হোক কথা না বাড়িয়ে আমি আজকে দেখাবো কিভাবে লিংক হুইল কাজ করে কিভাবে আপনার লিংক হুইল করবেন তা নিয়ে আজকের আয়োজন।
আপনাদের শেখার জন্য পিডিএফ আকারে প্রতিটি ক্লাশ দেয়া হবে, যেখানে চিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে কিভাবে কাজটি করতে হবে। আশাকরি সহজেই বুঝতে পারবেন।
বাংলা লেখায় কোন ভুল-ভ্রান্তি হলে মার্জনীয়....
নিচের লিংকগুলো থেকে আজকের ক্লাশের বইগুলো ডাউনলোড করে নিন। আমি দুইটি লিংকে এগুলো শেয়ার করেছি, যার যেটা সুবিধা সেটাতেই ট্রাই করেন।
ডাউনলোড কপি.কম লিংকঃ https://copy.com/9xm06TIHBTbn
ডাউনলোড ড্রপবক্স.কম লিংকঃ https://www.dropbox.com/s/tht0e96t78eiuxe/Blog%20Comenting.pdf
চলবে............. (To Be Continue......)

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৭

(সম্পূর্ন বাংলা ভাষায় এবং ফ্রি).......ভাববেন না আবার ফ্রিতে আলকাতরা দিচ্ছি......... :lol:
}-বাংলায় প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবাহিক টিউটোরিয়াল-{ Learn to SEO (Search Engine Optimization)
BY- M.H.Soft Ltd.

আজকে আমাদের সপ্তম ক্লাশ........ আজকের বিষয়- Social Bookmarking
বর্তমান সময়ে ওয়েবসাইট ব্যান্ডিং এর ক্ষেত্রে সর্বপ্রথম যেটার কথা চিন্তা করা হয় সেটা হল সোশ্যাল বুকমার্কিং।
সোশ্যাল বুকমার্কিং এর গুরুত্ব ওয়েব মাস্টাররা সবাই জানেন, সাইটের seo করতে এর বিকল্প নেই।
সোশ্যাল বুকমার্কিং এর সুবিধা সমূহ:
• খুব সহজেই যেকোন ধরনের লিংক শেয়ার ও সংরক্ষণ করা যায়।
• সোশ্যাল বুকমার্কিং আমদের সাইটের জন্য লিংক বিল্ডিং এর কাজ করে থাকে।
• "DoFollow Backling" পাওয়া যায়।
• মানসম্পন্ন ভিজিটর পাওয়া যায়।
• দ্রত পোস্ট ইন্ডেক্সিং করানর জন্য বুকমার্কিং এর জুরি নাই।
• ফ্রিল্যান্সিং-এ সোশ্যাল বুকমার্কিং এর কাজের অনেক দাম রয়েছে। যা কিনা যা কেউ এই কাজটি অনায়াসে করতে পারে।
• সোশ্যাল শেয়ারিং বাটন এর মাধ্যমে যে কোন সাইট থেকেই খুব সহজেই লিংক বুকমার্কিং করা যার।
• আর তো সাইটের জন্য কাংক্ষিত ভিজিটর পাবেন-ই
যাই হোক কথা না বাড়িয়ে আমি আজকে দেখাবো কিভাবে লিংক হুইল কাজ করে কিভাবে আপনার লিংক হুইল করবেন তা নিয়ে আজকের আয়োজন।
আপনাদের শেখার জন্য পিডিএফ আকারে প্রতিটি ক্লাশ দেয়া হবে, যেখানে চিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে কিভাবে কাজটি করতে হবে। আশাকরি সহজেই বুঝতে পারবেন।
বইটিতে আরও পাবেন.......৩০০ সোস্যাল বুকমার্কিং সাইটের লিষ্ট........ মোট পৃষ্ঠা সংখ্যা- ২৩, সাইজ: ৩ মেগাবাইট।
বাংলা লেখায় কোন ভুল-ভ্রান্তি হলে মার্জনীয়....
নিচের লিংকগুলো থেকে আজকের ক্লাশের বইগুলো ডাউনলোড করে নিন। আমি দুইটি লিংকে এগুলো শেয়ার করেছি, যার যেটা সুবিধা সেটাতেই ট্রাই করেন।
ডাউনলোড কপি.কম লিংকঃ https://copy.com/m9TFYVowsX3W
ডাউনলোড ড্রপবক্স.কম লিংকঃ https://www.dropbox.com/s/iw89496bpmx9xxg/Social%20Bookmarking.pdf
চলবে............. (To Be Continue......)
আমাদেরকে ফেসবুকে সরাসরি পেতে এখানে ক্লিক করুনঃ https://www.facebook.com/pages/MH-Soft-Ltd/133244840110708

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০১

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০২

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৩

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৪

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৫

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৬

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৭

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৮

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৯

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ১০

সহজ পদ্ধতিতে Roboform এর যে কোন ফ্রি অথবা ট্রায়াল পেইড ভার্সনকে ফুল ভার্সন করুন

বর্তমান সময়ে ডাটা এন্ট্রি এবং অফ পেইজ এসইও তে বিভিন্ন সাইটে সাবমিশন অথবা কোন তথ্য সংবলিত ফরম পূরনের পুনরাবৃত্তি কাজের জন্য Roboform বাংলাদেশের ফ্রিল্যান্সারদের নিকট অত্যন্ত জনপ্রিয়। কিন্তু সমস্যা হল এর ফ্রি ভার্সনের সীমাবদ্ধতা যেমন ৪/৫ টা ঘর থাকে যা বড় বড় তথ্য সংবলিত ফরম পূরনের ক্ষেত্রে অসুবিধা হয়ে দাড়ায়। এক্ষেত্রে একের অধিক “Identities” তৈরি করে কাজ করতে হয় যা কিছুটা সময়ক্ষেপন এবং ধীরগতি করে ফেলে কাজটাকে। আবার বিভিন্ন সাইটে এর পেইড ফুল ভার্সন পাওয়া যায় কিন্তু ফায়ারফক্সের নতুন নতুন আপডেটের কারনে Roboform এর পূর্বের ডাউনলোডকৃত নির্দিষ্ট পেইড ফুল ভার্সন সফটওয়্যারগুলো Incompatible হয়ে পড়ে। তাছাড়া আপনারা জেনে থাকতে পারেন ফায়ারফক্সের ক্রমাগত নতুন নতুন আপডেটের সাথে তাল মিলিয়ে Roboform কোম্পানি তাদের সফটওয়্যার আপডেট করে থাকে। সেক্ষেত্রে আমি একটি প্যাচ ফাইল দিচ্ছি যা দিয়ে আপনারা Roboform এর যে কোন ফ্রি অথবা ট্রায়াল পেইড ভার্সনকে ফুল ভার্সন করে ব্যবহার করতে পারবেন সাচ্ছন্দে।তবে প্যাচ ফাইলটি ব্যবহার করার পর "Identities" তৈরি করার সময় আগের মতো ৪/৫ টা ঘর দেখতে পাবেন তাতে ঘাবড়ে যাবেন না, আপনার প্রয়োজনীয় তথ্য প্রদত্ত ঘরগুলোতে ইনপুট দিয়ে “Save and Close” করে বেড়িয়ে আসুন। তারপর আবার ঐ সংলিষ্ট “Identities” এর “Edit” এ ক্লিক করে দেখুন অতিরিক্ত অনেকগুলো ঘর পেয়েছেন তথ্য ইনপুট এর জন্য। আপনার যদি ১০ এর অধিক ঘর লাগে তবে পূর্বের পদ্ধতিটা প্রয়োগ করে ১০ এর অধিক ঘর দেখতে পাবেন। নিম্মে Roboform এর প্যাচ ফাইল এবং সফটওয়্যারটির অফিসিয়াল ডাউনলোড লিঙ্ক দেওয়া হলঃ
প্যাচ ফাইল ডাউনলোড লিঙ্ক
Roboform Offical Download Link 
ফাইলটি ডাউনলোড অথবা ব্যবহার সংক্রান্ত কোন সমস্যায় পড়লে নিম্মে কমেন্ট অথবা ফেইসবুকে PM করতে পারেন, আমি যথাসম্ভব চেষ্টা করব সমাধান দেওয়ার  :-)

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৬


}-বাংলায় প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবাহিক টিউটোরিয়াল-{
}>-Learn to SEO (Search Engine Optimization){
>>>(সম্পূর্ন বাংলা ভাষায় এবং ফ্রি)<<<
আজকে আমাদের ষষ্ঠ ক্লাশ........
আজকের বিষয়- Link Wheel
Link Wheel হলো অনেকটা চক্রের মতো.........বা অনেকটা চাকার মতো....... আমরা গত ক্লাশে আলোচনা করেছি ওয়েব ২.০ নিয়ে। মোট তিনটি সাইট আমরা তখন করেছিলাম। সেই তিনটি সাইট দিয়েই আপনাদের আজকে বোঝাবো কিভাবে লিংক হুইল করে। লিংক হুইল একটি জনপ্রিয় এবং এর দ্বারা যদিও আপনি আপনার শুধু লিংক হুইল করলেই বৃদ্ধি হবে না, কিন্তু লিংক হুইল দ্বারা প্রচুর সংখ্যক ভিজিটর আনা যায় পেজে। তাই লিংক হুইল এর জনপ্রিয়তা। আমি বাংলায় অনেক সাইটে লিংক হুইল নিয়ে সার্চ দিয়ে দেখলাম, লিংক হুইল নিয়ে খুব কম মানুষেই আলোচনা করেছে দেখলাম।
যাই হোক কথা না বাড়িয়ে আমি আজকে দেখাবো কিভাবে লিংক হুইল কাজ করে কিভাবে আপনার লিংক হুইল করবেন তা নিয়ে আজকের আয়োজন।
আরেকটি কথা, লিংক হুইল করার জন্য কতটি সাইট লাগে?? অনেকে 5টি সাইট নিয়ে লিংক হুইল করে, কেউ 10টি, 15টি++ ইত্যাদি। আমি যেহেতু জাষ্ট আপনাদের শেখাব তাই আমি তিনটি সাইটে দেখাচ্ছি। আশাকরি আপনারা বুঝতে পারলে 10টি কেন, 100টি সাইটেও লিংক হুইল করতে পারবেন।
তো.....যাত্রা হোক শুরু............
আপনাদের শেখার জন্য পিডিএফ আকারে প্রতিটি ক্লাশ দেয়া হবে, যেখানে চিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে কিভাবে কাজটি করতে হবে। আশাকরি সহজেই বুঝতে পারবেন।
আর আমরা চাই এই ফ্রি শিক্ষাটা ফেসবুক এ সবার মাঝে ছড়িয়ে দিতে..........তাই লাইক, কমেন্ট বা শেয়ার করে আমারে সহযোগীতা করুন। আর ভাল লাগলে নির্বাচিত করুন....
বাংলা লেখায় কোন ভুল-ভ্রান্তি হলে মার্জনীয়....
নিচের লিংকগুলো থেকে আজকের ক্লাশের বইগুলো ডাউনলোড করে নিন। আমি দুইটি লিংকে এগুলো শেয়ার করেছি, যার যেটা সুবিধা সেটাতেই ট্রাই করেন।
ডাউনলোড কপি.কম লিংকঃ https://copy.com/UnHa4TO3pGTi
ডাউনলোড ড্রপবক্স.কম লিংকঃ https://www.dropbox.com/s/ayg641xtemj8uyn/Link%20Wheel.pdf
চলবে............. (To Be Continue......)
:-D   ফেসবুকে আমাদের পেতে এখানে ক্লিক করুন:     https://www.facebook.com/pages/MH-Soft-Ltd/133244840110708

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০১

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০২

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৩

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৪

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৫

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৬

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৭

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৮

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৯

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটিYou must be logged in to post a comment.

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৫

Ads by Techtunes - tAds
Healthprior21 | Largest Medical Portal of Bangladesh

}-বাংলায় প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবাহিক টিউটোরিয়াল-{ BY- M.H. Soft Ltd.
}>-Learn to SEO (Search Engine Optimization){
>>>(সম্পূর্ন বাংলা ভাষায় এবং ফ্রি)<<<
আজকে আমাদের পঞ্চম ক্লাশ........
আজকের বিষয়- Web 2.0
Web 2.0 হলো একটি ওয়েবসাইট......যেখানে আপনি ফ্রিতে আপনার একটা সাইট খুলতে পারবেন।এবং আপনি যদি চান এখানে প্রিমিয়ার একটা সাইটও খুলতে পারবেন। এস.ই.ওর জগতে এই Web 2.0 এর গুরুত্ব অনেক। আপনি যাই বলেন না কেন এটাকে গুগল খুব দাম দেয়। আর প্রতিটি Web 2.0 সাইটই কাজ করে তাদের ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে, যদিও আপনাকে তারা ফ্রি সাইট খুলতে দিবে। বিভিন্ন মার্কেটপ্লেসে শুধু Web 2.0 এর কাজ পাওয়া যায়। এবং Web 2.0 এর কাজের রেট প্রতি ঘন্টায় 3-4 ডলারের হওয়া উচিৎ।আর Web 2.0 সাইট খুলতে গেলে 25-30মিনিট সময় বরাদ্দ করে রাখবেন। ঐ হিসাবে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন।অনেকেই দেখি না বুঝে বলে ফেলে যে আমি ঘন্টায় 10 টা করতে পারব ইত্যাদি ইত্যাদি।
যাই হোক কথা না বাড়িয়ে আমি আজকে দেখাবো কিভাবে একটি Web 2.0 সাইটে রেজিষ্ট্রেশন থেকে শুরু করে কিভাবে আপনার কন্টেন্ট সাবমিট করবেন এবং পরবর্তীতে কিভাবে সেই সাইটে কাজ করবেন। তো.....যাত্রা হোক শুরু............
আপনাদের শেখার জন্য পিডিএফ আকারে প্রতিটি ক্লাশ দেয়া হবে, যেখানে চিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে কিভাবে কাজটি করতে হবে। আশাকরি সহজেই বুঝতে পারবেন।
এবং আপনাদের কাজগুলো কত পার্সেন্ট হল, তা যাচাই করার জন্য আমরা একটি জিমেইল একাউন্ট দিব। সেখানে আপনাদের কাজগুলো কি করলেন তার একটি রিপোর্ট দিতে পারেন। তাহলে আমরা চেক করে দেখতে পারব আপনাদের কাজগুলো ঠিক আছে কি না। বইটির পৃষ্ঠা সংখ্যা 33 এবং সাইজ 2.4 মেগাবাইট..............
আমাদের জিমেইল একাউন্ট হলঃ mhsoftltd@gmail.com
****>>>>বিঃদ্রঃ আরেকটি কথা না বললেই নয়, আমাদের এই ক্লাশ শেষ হবার পর আরও পোষ্ট এবং ক্লাশ হবে। তাই যারা SEO শিখতে চান, তারা যেন এই পোষ্টটি শেয়ার করেন। কারন এক সময় আমাদের পেজে বিভিন্ন পোষ্টের কারনে আর হয়তো খুজেই পাবেন না এই ক্লাশগুলো। আর যদি শেয়ার করেন তাহলে আপনাদের ফেসবুক প্রোফাইলেই পাবেন ক্লাশগুলো।
আর আমরা চাই এই ফ্রি শিক্ষাটা ফেসবুক এ সবার মাঝে ছড়িয়ে দিতে..........তাই লাইক, কমেন্ট বা শেয়ার করে আমারে সহযোগীতা করুন।
বাংলা লেখায় কোন ভুল-ভ্রান্তি হলে মার্জনীয়....
নিচের লিংকগুলো থেকে আজকের ক্লাশের বইগুলো ডাউনলোড করে নিন। আমি দুইটি লিংকে এগুলো শেয়ার করেছি, যার যেটা সুবিধা সেটাতেই ট্রাই করেন।
ডাউনলোড কপি.কম লিংকঃ https://copy.com/LNyJYS9sbVin
ডাউনলোড ড্রপবক্স.কম লিংকঃ https://www.dropbox.com/s/btj3ngxez37546d/Web%202_0.rar
চলবে............. (To Be Continue......)......
ফেসবুকে আমাদের পেতে এখানে ক্লিক করুন:     https://www.facebook.com/pages/MH-Soft-Ltd/133244840110708

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০১

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০২

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৩

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৪

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৫

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৬

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৭

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৮

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৯

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ১০

ব্ল্যাক হ্যাট এস ই ও ( প্রথম পর্ব )

আসসালামুয়ালাইকুম । পরম করুনাময় আল্লাহ তা'আলার নামে টিউনটি শুরু করছি । কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন ।
আজ আপনাদের ব্ল্যাক এস ই ও (seo) দুনিয়ার সাথে পরিচয় করাবো । ব্ল্যাক এস ই ও (seo) হল হোয়াইট হ্যাটের বিপরীত অর্থ্যাৎ সার্চ ইন্জিগুলির দেয়া নিয়মানুযায়ী অপটিমাইজ করেনা । সহজ কোথায়  ব্ল্যাক এস ই ও (seo) গুগল এর নিয়মের বাইরে গিয়ে আপনার সাইটকে অপ্টিমাইজ করবে ।  ব্ল্যাক এস ই ও (seo) এর মাধ্যমে সহজেই অনেক ব্যাক লিঙ্ক তৈরি , ফেসবুক এ লাইক , অসংখ ভার্চুয়াল ভিজিটর ,  খুব সহজে এলেক্সা র‍্যাংক  , সাইট পাবলিসিটি করতে পারবেন । গুগল যদি ধরতে পারে যে আপনে  ব্ল্যাক এস ই ও (seo) ইউজ করছেন , তাহলে বেশি কোন ক্ষতিও করবেনা । কিছু ব্যাক লিঙ্ক গুগল থেকে ডিলেট দিতে পারে এবং আপনার সাইটের কিছু লিঙ্কও মুছে দিতে পারে । এতে আপনার তেমন কোন সমস্যা হবেনা । কিন্তু যদি আপনি অ্যাডসেন্স উজার হয়ে থাকেন তাহলে আপনি আপনার অ্যাডসেন্স একাউন্টটি হারাবেন । কারন গুগল আপনার প্রতিটি ভিসিটর ট্রেস করে ।
তাহলে আসুন আরম্ভ করি আজকের  ব্ল্যাক এস ই ও (seo) ক্লাস ।

 ব্ল্যাক এস ই ও (seo) ব্যাক  লিংক  ঃ

ব্ল্যাক এস ই ও (seo) এর মাধ্যমে খুব সহজেই হাজার হাজার ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন । কি অবাক হলেন অথবা ভাবলেন আমি হইত মজা করছি । কিন্তু এটা বাস্তব । কিভাবে পাবেন ? যে ভাইয়েরা হোয়াইট হ্যাট  এস ই ও করেন উনারা হইত জানেন কত কষ্ট করে একটি একটি করে সাইটে গিয়ে পোস্ট এ সাইটের নাম দিয়ে আসতে হয় । এটি অনেক কষ্টকর এবং সময় সাপেক্ষ ব্যাপার ( যদিও এতাই আসল নিয়ম এস এ ও তে ) কিন্তু এই কাজটি ব্ল্যাক এস ই ও (seo) করে দেই খুবি সহজেই ( যদিও গুগলের টার্মস এর খিলাপ )  কিছু  প্রোগ্রামের বা সাইটের সাহায্যে । আপনার দেয়া লিঙ্কটি হাজার হাজার সাইটে সাবমিট করবে এবং বিভিন্ন হোইস সাইটে ও অনেক সাইটের সার্চ বক্সে সার্চ করবে আপনার সাইটের নামে । অনলাইনে এই সার্চ সাবমিট কে আমরা পিং নামেও চিনি । পিং সাইট এর মাধ্যমেও অনেক ব্যাকলিঙ্ক পাবেন । আসুন কিছু পিং সাইটের সাথে পরিচিত হওয়া যাক ।
সাইট গুলোতে ধুকে নিজের সাইটের অ্যাড্রেস দিয়ে পিং বাটন ক্লিক করে বসে থাকুন । ব্রাউসার ক্লজ করবেন না যতক্ষণ  না পিং শেষ হয় । দেখেন পরের দিন আপনার ব্যাক লিংক সংখা কত ! ( বিঃদ্র এটি গুগলের বিপক্ষের একটি উপায় আমি ইউস করছি ।  বলে আপনাদের সাজেস্ট করবনা , নিজের দায়িত্ব তে ব্যবহার করুন । )
আজ এই পর্যন্ত থাক । পরের টিউনে আলোচনা করব  ব্যাক লিঙ্ক ক্রিয়েটর প্রোগ্রাম সে-নিউক নিয়ে । ভাল থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ ।
যদি কোন  সাহায্য দরকার হয় , আমার সাথে যোগাযোগ করুন ফেসবুকে - আমি

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৪

Ads by Techtunes - tAds
AjkerDeal.com | Surprise. Everyday

}>-Learn to SEO (Search Engine Optimization)-<{
>>>>>>>>>> Part - 4<<<<<<<<<<
}-প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবাহিক টিউটোরিয়াল-{
শুরু হয়ে গেল ফ্রি অনলাইন এস.ই.ও ক্লাশ......... BY- M.H.Soft Ltd.
>>>(সম্পূর্ন বাংলা ভাষায় এবং ফ্রি)<<<
>>>>>>>আজকে আমাদের চতুর্থ ক্লাশ........<<<<<<<
Subject: Forum Sign/Profile Creation/Posting
আজকে আপনাদের শেখাব: Forum Sign/Profile Creation/Posting..............
আপনাদের শেখার জন্য পিডিএফ আকারে প্রতিটি ক্লাশ দেয়া হবে, যেখানে চিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে কিভাবে কাজটি করতে হবে। আশাকরি সহজেই বুঝতে পারবেন।
বাংলা লেখায় কোন ভুল-ভ্রান্তি হলে মার্জনীয়....
নিচের লিংকগুলো থেকে আজকের ক্লাশের বইগুলো ডাউনলোড করে নিন। আমি দুইটি লিংকে এগুলো শেয়ার করেছি, যার যেটা সুবিধা সেটাতেই ট্রাই করেন।
ডাউনলোড কপি.কম লিংকঃ https://copy.com/7HPTeMnewE33
ডাউনলোড ড্রপবক্স.কম লিংকঃ https://www.dropbox.com/s/or5qvkk3j4sakq6/Forum.pdf
আপনি নিজে শিখছেন এবং আপনাদের ফেসবুক ফ্রেন্ডদেরও ইনভাইট করবেন এই পেজে...আপনারা সবাই শিখুন......এবং আমাদের এই ফ্রি শিক্ষাটা সবার মাঝে প্রচার করবেন.......এটাই আমাদের প্রত্যাশা.......আশারাখি..ভবিষ্যতে আরও ভাল কিছুর টিউটোরিয়াল পাবেন.........ভাল থাকবেন.........ধন্যবাদ
চলবে............. (To Be Continue......)
এরকম আরো চরম চরম টিউটোরিয়াল পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে....ফেসবুকে আমরা https://www.facebook.com/pages/MH-Soft-Ltd/133244840110708

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০১

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০২

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৩

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৪

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৫

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৬

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৭

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৮

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ০৯

ফ্রিতে শিখুন SEO, ছবিসহ প্র্যাকটিক্যাল SEO শেখার একটি ধারাবহিক টিউটোরিয়াল-পর্বঃ ১০