Tuesday, December 31, 2013

কিভাবে SMM শুরু করবেন ও Social Media Presence বৃদ্ধি করবেন

Social Media Marketing এর কথা শুনলেই আপনার মনে হতে পারে, কি না জানি কি? আরও কত কিছু হয়ত এটা করার জন্য শিখতে বা জানতে হবে। আসলে না এটাতে ভয়ের কোন কিছু নেই, আপনি কি আগে কখনো কোনো পণ্য বা সেবা নেয়ার সময়, অনলাইনে কারোর রিভিউ দেখে বা অন্য কারোর পূর্বঅভিজ্ঞতা থেকে, ঐ পণ্য বা সেবা নেয়ার সময় সিদ্ধান্ত নিয়েছেন? হ্যা তাহলে আপনি SMM সম্পর্কে অনেক কিছুই জানেন। এটা করার জন্য আপনাকে বিভিন্ন ফোরামে বা ফেসবুক বা টুইটারে আপনাকে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। আপনি আপনার পূর্বঅভিজ্ঞতা এসব সাইটে শেয়ার করতে পারেন। ঐ পণ্য বা সেবা ব্যবহার করলে সে কি কি সুযোগ সুবিধা পাবে, কোন ধরনের সমস্যা হতে পারে, সমস্যা সমাধানের উপায়- এসব বিষয়ই আপনি তাদের সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি honestly এসব করতে থাকেন, তাহলে কিছুদিনের মধ্যই অনলাইনে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং সাথে সাথে পণ্য বা সেবার বিক্রয় এর পরিমাণ ও বাড়বে।

কিভাবে SMM শুরু করবেন

যে কোন নতুন বিষয় নিয়ে আমরা প্রথমে যে সমস্যায় পড়ি সেটা হল, আমরা কিভাবে বা কোথা থেকে শুরু করব এটা বুঝতে পারিনা। আসলে যে কোন কিছু সঠিকভাবে শুরু করা খুবই জরুরী, পরবর্তীতে তাহলে সমস্যা কম হয়। প্রথমেই আপনার মার্কেট রিসার্চ করুন। আপনি কি কোন web2.0 সাইটে যোগ দিতে পারেন, এজন্য আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখতে পারেন, যেমন

  • Blogs
  • Articles
  • Videos
  • Tweets
  • Forums
আপনার সার্ভিস রিলেটেড blog খুঁজে বের করার জন্য আপনি গুগল এর সহায়তা নিতে পারেন, এছাড়াও আপনি বিভিন্ন Blog search engines এর সহায়তা নিতে পারেন
  • Technorati
  • Google blog search
  • তারপর Twitter ও Facebook এর নিজস্ব Searches ব্যবহার করে আপনি আপনার Target Market এর মানুষজন খুঁজে পেতে পারেন।

বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আপনার প্রোফাইল তৈরি করুন


প্রোফাইল তৈরি করার সময় কিছু বিষয় বিবেচনা করা জরুরী
  • আপনি কি নিজের নাম ব্যবহার করবেন না আপনার Brand name? এখন যদি আপনি মনে করেন যে, আপনার নাম ব্যবহার করলে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে, তাহলে আপনি এটা করতে পারেন। কিন্তু যদি আপনি মনে করেন যে না আমি আমার company কে brand হিসেবে তৈরি করব, তাহলে আপনি আপনার company এর নামেও profile তৈরী করতে পারেন।
  • কিন্তু যদি আপনার কোম্পানি অনেক বড় হয়, তাহলে আপনি আপনার organization এর নাম same রেখে অনেকগুলো profile তৈরি করতে পারেন।
  • যখন শুরু করবেন তখন প্রধান প্রধান কয়েকটা একাউন্ট দিয়ে শুরু করুন যেমন: Facebook, Twitter, Youtube.
  • প্রধান কয়েকটা সাইটে একাউন্ট করা তৈরি হয়ে গেলে আপনি তারপর অন্য সাইটে একাউন্ট তৈরি করতে পারেন। অন্য সাইট খুজে বের করার জন্য আপনি knowem.com নামক সাইটে যেতে পারেন, এখানে আপনি অনেক সাইটের নাম পাবেন, যা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দেয়া আছে।
  • আপনার profile কে customize করুন। যেমন, আপনি এসব সাইটে আপনার logo, brand colors এগুলো ব্যবহার করতে পারেন।

  • এছাড়াও কিছু কিছু ওয়েবসাইটের bioতে আপনি সরাসরি আপনার website এর লিংক যোগ করতে পারবেন।
  • অনেকেই দেখা যায় ব্যস্ততার জন্য এসব সোশ্যাল সাইটে সময় দিতে পারেনা, কিন্তু আপনি যদি আপনার সাইটের সাথে লিংক করে রাখেন, তাহলে অন্য কেউ যদি আপনার brand বা name দিয়ে সার্চ করে, তাহলে তারা এই রেজাল্টগুলো search এর সময় পেতে পারে।
আজকের মত এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভাল থাকবেন সবাই। এই টিউনটি পূর্বে এখানে প্রকাশিত Free Tutorial on Search Engine Optimization চলবে.....

এরপর আপনার কাজ হবে নতুন নতুন বন্ধু তৈরি করা। এটা অনেক কঠিন কাজ হয়ে দাড়াবে, যদি আপনি আপনার রিয়েল নাম বাদ দিয়ে অন্য কোন নামে একাউন্ট তৈরি করেন। কারণ মানুষ আপনাকে চেনে কিন্তু আপনার নতুন ব্যবসার নাম নাও জানতে পারে। এজন্য রিয়েল নেম দিয়ে একাউন্ট করলে আপনি কিছু সুবিধাতো পাবেন। নতুন বন্ধু বানানোর জন্য আপনি যা করতে পারেন তা হল:

  • আপনি যে সমস্ত মানুষ চেনেন তাদের follow করুন
  • ধীরে ধীরে তাদের friend দের follow করুন
  • তারপর তারা কে কি আলোচনা করে, সেগুলো observe করুন এবং ধীরে ধীরে এদের ভিতর থেকে আগ্রহী লোকজন খুজে বের করে তাদের ফলো করা শুরু করুন।
  • তারপর ইচ্ছা করলে আপনি আপনার email address বা অন্যান্য social account এর id দিয়েও আপনার পরিচিত লোকজনদের খুজে বের করতে পারেন।

আরো ভালভাবে সবকিছু manage করার জন্য
  • যে কোন community এর সাথে একাত্ম হয়ে যান
  • বিভিন্ন ধরনের আলোচনায় যোগদান করুন
  • সবসময় অন্য মেম্বারদের প্রতি সহযোগীতাপূর্ণ ও বন্ধুত্বসুলভ আচরণ করুন।
  • নিজের ঢোল বেশি পেটাবেন না।
  • চোখ কান খোলা রাখুন।
  • কখনই হাল ছাড়বেন না।

অনলাইন কমিউনিটি যোগ দেয়ার আপনাকে অনেক বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনি জানেন যে, অনেকেই আছে যারা এইসব কমিউনিটিতে যোগ দান করে শুধুমাত্র Backlink তৈরি করার জন্য। এইসব ফোরাম,ব্লগ বা ওয়েব২.০ সার্ভিসের মালিকরাও জানে এসব মানুষ শুধুমাত্র spamming করার জন্য সাইটে মেম্বারশীপ নিয়েছে। তাই এ সমস্ত কাজগুলো থেকে বিরত থাকতে হবে। সবসময় মাথায় থাকতে হবে যে, আমি এই ফোরামকে আমার জানার ভিতর থেকে সাহায্য করব এবং বিনিময়ে আমিও কিছু সাহায্য পাবো। তাই আপনাকে এসব ওয়েব২.০ সার্ভিসে ভাল জায়গা করে নিতে হলে, আপনাকে অনেক বেশি সাহায্য সহযোগীতা করতে হবে। ধীরে ধীরে আপনার সর্ম্পকে যখন একটা ভাল ধারণা হয়ে যাবে, তখন আপনার promo এর কাজ করতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন অন্য কেউ যেন বিরক্ত না হয়। আপনি যা করতে পারেন:

কোন ওয়েবসাইটে একাউন্ট করার সময় এদের rules and regulations গুলো পড়ে নিতে পারেন। কারণ অনেক ওয়েবসাইটে এরকম নিয়ম থাকে যে আপনি প্রথম কয়েকটি পোস্ট এ কোন লিঙ্ক দিতে পারবেন না(আপনার প্রোডাক্ট বা সাইটএর প্রমোশন সর্ম্পকিত)। যদি দেন এগুলো spam হিসেবে বিবেচনা করা হবে। এমনকি আপনার একাউন্ট পর্যন্ত BAN করা হতে পারে।
কিছু ওয়েবসাইটে এমন সিস্টেম থাকে যে আপনি পোস্টের ভিতরে লিঙ্ক দিতে পারবেন না কিন্তু আপনার Profile/signature এ লিঙ্ক দিতে পারবেন।
আপনার জানেন ব্যাকলিঙ্ক অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার গুগল এর কাছে। আর এ জন্যই সার্চ ইঞ্জিন মার্কেটাররা ব্যাকলিঙ্ককে অনেক বেশি গুরুত্ব দেয়। তাই অধিকাংশ ওয়েবসাইট-ই তাদের back link এর অপশনে 'no follow' attribute যোগ করে রাখে, ফলে গুগল এটাকে তেমন কোন গুরুত্ব দেয় না বা কোন প্রকার Link popularity এটা দিয়ে pass করে না। তবে no follow link এর গুরুত্ব নিয়ে বিভিন্ন seo guru দের দ্বিমত আছে।
আজকের মত শেষ করছি। পড়ার জন্য ধন্যবাদ। এই টিউনটি পূর্বে এখানে প্রকাশিত Free Tutorial on Search Engine Optimization চলবে.....

আর্টিকেল ইউনিকনেস চেক করার কিছু সাইট !

গুগলের সম্প্রতিক আপডেডের ফলে এখন একটি সাইটকে র‍্যাঙ্ক করানো যেমন অনেক কষ্টের আবার অনেক ক্ষেত্রে সহজ ।
যদি আপনি আপনার সাইটকে সহজেই সার্চ রেজাল্টে সামনের দিকে দেখতে চান এবং অবশ্যই প্রথম পেইজে সেই ক্ষেত্রে আপনার হাই কোয়ালিটি ইউনিক কন্টেন্টের দিকে নজর দিতে হবে ।
আগের মত কপি পেস্টের যুগ অনেক আগেই শেষ  তাই আপনাকে অবশ্যই ইউনিক আর্টিকেলের উপর নজর দিতে হবে।
এখন কথা হচ্ছে আপনি আর্টিকেল লিখছেন তবে সেটা কতটা ইউনিক সেটা আপনি বুঝতে পারছেন না , তাইনা ?
চিন্তার কোন কারন নেই আমি আপনাদের কে বেশ কিছু ফ্রী আর্টিকেল ইউনিকনেস চেকার সাইট দেব যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার আর্টিকেল কতাটা ইউনিক সেটা বুঝতে পারবেন ।



এগুলো নিয়ে বিস্তারিত বলার তেমন কিছুই নেই , আমি জাস্ট সাইট গুলো শেয়ার করছি আপনি সাইট গুলো ভিজিট করলেই বুঝতে পারবেন আশা করছি সমস্যা হবেনা আর সমস্যা হলেতো মাইসিস সব সময় আপনাদের পাশেই আছে ।

আজ এই পর্যন্ত বন্ধুরা সামনে নতুন পোস্ট নিয়ে আবার হাজির হব ইন শা আল্লাহ্‌ !
আশা করি এই পোস্টটি নতুনদের অনেক বেশি কাজে লাগবে ।
ভালো লাগলে অথবা কোন সমস্যা হলে জানাতে ভুলেবেন না।
এস.ই.ও, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ই-মেইল মার্কেটিং,  ব্লগিং অ্যান্ড অ্যাফিলিয়েট সহ যে কোন সমস্যা বা জিজ্ঞাসার জন্য আমাদের মাইসিস ইন্সটিটিউট অফ আইটির  অফিশিয়াল পেইজে কানেক্টেড থাকতে পারেন।

সাইটের কিছু খুব গুরুত্বপূর্ণ Errors তথ্য

এই টিউনটি যারা নতুন সাইট তৈরি করেছেন, তাদের  সাইটের কিছু তথ্য জানার জন্য।ছবি দেখে সবাই হয়ত বুঝে ফেলছেন Validation service এর কথা বলছি । হ্যাঁ! এই সার্ভিস ব্যবহার সম্পর্কে বলছি ।

ব্লগস্পট ব্লগের a টু z এসইও [পর্ব ১] :: টিউটোরিয়াল প্রারম্ভিকা

আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন, আশা করি ভালোই আছেন । আমিও আপানদের দুয়াতে ভালোই আছি। আজকে আপনাদের সামনে একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম । অনেক দিন ধরেই এই টিউটোরিয়ালটা লেখার খুব ইচ্ছা । আশা করি সবার উপকার হবে ।
আমার ভাবতে অনেক অবাক লাগে যে এত এসইও এক্সপার্ট থাকতে এখন পর্যন্ত ব্লগস্পট ব্লগের জন্য এসইও করার কোন টিউটোরিয়াল নেই । আমি আগেই এসইও এক্সপার্টদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি । আমি এসইও এক্সপার্ট না তবে যতটুক জানি ইশাল্লাহ তা সবটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরবো ।

ব্লগিং এর জন্য গুগল ব্লগ অর্থাৎ ব্লগস্পট ব্লগ অনেক জনপ্রিয় । এর অবশ্য অনেক গুলো কারণ আছেন যেমনঃ

ব্লগস্পট ব্লগগুলো অনেক তাড়াতাড়ি লোড হয়, ব্যবহার করা অনেক সহজ, কম স্পিড ইন্টারনেট দিয়ে কাজ করা যাই, আপনি যদি এইচটিএমএল জানেন তাহলে তো কথাই নেই ইচ্ছামত সাজিয়ে নিতে পারবেন আপনার সাইটটিকে । তবে আমাদের দেশে জনপ্রিয় হওয়ার একটা বড় কারণ হচ্ছে কম স্পিড ইন্টারনেট দিয়ে কাজ করা যাই । তবে আপনি যদি হস্টিং ব্যবহার করে সাইট বানান তাহলে ওয়ার্ডপ্রেস এর উপরে আর কিছু নেই ।

ব্লগের জন্য এসইও করার আগে কিছু কথাঃ

যে কোন এক বিষয় নিয়ে সাইট বানাবেন তাহলে পোস্ট করতে অনেক সবিধা হবে । কপি পেস্ট করে কোন লেখা পোস্ট করবেন না কারন আপনার সাইট এ যদি ভালো পোস্ট না থাকে তাহলে সাময়িক কিছু ভিসিটর পেলেও দেখবেন ভিসিটর শুধু কমতেছে তাছাড়া অ্যাডসেন্স দিয়ে আয় করতে চাইলে তো কপি পেস্ট নিষিদ্ধ । এই রকম অনেকেই আছেন যে কিছু দিন পোস্ট দেওয়ার পর অন্য আরেকটি সাইট দেখে পছন্দ হলে সেই বিষয় নিয়ে আরেকটা সাইট বানাতে চান এইরকম করবেন না আয় করার জন্য একটা সাইটই যথেষ্ট । আর এসইও একটা লং প্রসেস তাই আপনাকে অবশ্যই ধৈয ধরে কাজ করতে হবে ।
ওয়ার্ডপ্রেস এ এসইও করাটা একটু সহজ কারণ এতে বিভিন্ন প্লাগিন ব্যবহার করা যাই কিন্তু ব্লগস্পট ব্লগের এসইও করাটা একটু কঠিন কারণ আপনাকে অবশ্যই এইচটিএমএল জানতে হবে এর জন্য । ইনশাল্লাহ আমি চেষ্টার কোন ত্রুটি করবো না শুধু আপনাকে টিউটোরিয়াল গুলো ভালমতে দেখতে হবে এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে আর না বুঝলে আমাকে কমেন্ট করে জানতে হবে ।

চলুন একনজরে দেখেনিই কি কি বিষয় আলোচনা করা হবে এই টিউটোরিয়ালেঃ

০১) যেভাবে আপনারা আপনাদের ব্লগের টেমপ্লেট টিকে এসইও ফ্রেন্ডলি করবেন ।
০২) এসইও করার আগে যেভাবে আপনার সাইট টিকে পুরোপুরি তৈরি করে নিবেন ।
০৩) যেভাবে আপনার সাইট টিকে গুগল এবং বিং এ সাবমিট করাবেন ।
০৪) যেভাবে আপনার সাইট টিকে ১০০ + সার্চ ইঞ্জিন এ সাবমিট করবেন ।
০৫) যেভাবে ইমেজ এ অল্টার ট্যাগ ব্যবহার করবেন ।
০৬) আপনার সাইট এর জন্য কিভাবে একটা ফেসবুক এ গ্রুপ অথবা পেজ খুলবেন এবং ফেসবুক থেকে যেভাবে ফ্রী ব্যাকলিংক নিবেন ।
০৭) আপনার সাইটটিকে যেভাবে ইউটিউব এ যুক্ত করবেন বা চ্যানেল তৈরি করবেন ।
০৮) যেভাবে ফীডবার্নার থেকে আপনার ফিডটি তৈরি করবেন ।
০৯) যেভাবে কমেন্ট করে ব্যাকলিংক আনতে হয় ।
১০) ব্লগার এর জন্য কিছু ওয়াডজেট যা এসইও তে ভূমিকা রাখে ।
১১) অনেক গুলো হাই পেজ রাঙ্ক সাইট লিস্ট এবং আরও অনেক কিছু……
মোটকথা যেভাবে করবেন আপনার ব্লগস্পট এর পুরনাঙ্গ এসইও । আমি হয়তবা ধারাবাহিক ভাবে লিখতে পারবো না কারন সময় পাই কম তবে চেষ্টা করবো তাড়াতাড়ি পোস্ট করার জন্য ।
You can view Full seo tutorial

Social Media, Social Media Marketing, Relation Between SMM and SEO

সোশ্যাল মিডিয়া
সোশ্যাল মিডিয়া যা Web2.0 নামেও পরিচিত। Internet শুরু থেকেই তার বৈশিষ্ট্যএর জন্য social media হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে internet এ অগনিত social media. বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া তার মধ্যে একেকটা একেকভাবে ব্যবহার করা হয় এবং এগুলো দিয়ে আবার আমরা social marketing করতে পারি। আজ আমরা কিভাবে এগুলো করতে পারি , এ সম্পর্কে কিছু কথা শেয়ার করব।

social media বলতে আমরা কি বুঝি - social media হল এমন একটা জায়গা যেখানে যেয়ে মানুষ মানুষের সাথে Interact করে অর্থাৎ ভাবের আদান-প্রদান ঘটে। উদাহরন হিসেবে বলতে পারি
  • forum
  • blog post (which accept comments)
  • chat rooms
  • web 2.0 communities
কি web 2.0 communities আবার কোন ধরনের ওয়েবসাইট চিন্তা করছেন - না চিন্তার কোন কারণ উদাহরণ দেখলেই বুঝতে পারবেন, বেশি কথা বলছি বলে মনে হচ্ছে - না আসুন উদাহরণ দেখি
  • আমাদের অতি পরিচিত Facebook
  • Twitter
  • Pinterest
  • and এই ধরনের আরো অনেক সাইট
Introduction to Social Media Marketing or SMM

SMM হল এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার টার্গেট audience এর পৌছাতে পারবেন আর এজন্য আপনাকে বিভিন্ন relavant commnunities এবং forum এর active member হিসেবে থাকতে হবে এবং আপনার মার্কেট রিলিটেড conversation এ অংশগ্রহন করতে হবে।
SMM কে আপনি সহজ ভাষায় online networking বলতে পারেন। আপনারা সবাই জানেন আমরা সবাই পরিচিত মানুষের সাথে business করতে ভালবাসি। কারণ তারা আমাদের পছন্দ করে, আর যারা আমাদের পছন্দ করে তারা আপনি না বললেও
  • আপনার পণ্যের Advertisement করে দিবে
  • ঐ পণ্যর দরকার হলে আপনার কাছ থেকে কিনবে
  • আর তার পরিচিত কেউ কিনতে চাইলে আপনাকে recommend করবে।
আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে SMM ও SEO এর মধ্যকার রিলেশন কি? আপাতদৃষ্টিতে মনে হয় যেন দুটার সম্পূর্ণ ভিন্ন দুটি চরিত্র। যেমন: SEO এর মাধ্যমে আমরা যা করি তা হল, আমরা চাই মানুষ জন আমাদের খুজেঁ নিক, আর SMM এর মাধ্যমে আমরা নিজেরাই সরাসরি মানুষ জনের কাছে যাচ্ছি।
অনেকেই এমন আছেন যাদের social site এ presence খুবই strong, তারা traditional seo কে overlook করে, কারণ তারা SMM এর মাধ্যমেই তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারবে। কিন্তু এটা কোন smart way না। কারণ SMM, SEO substitute না। SMM এর মাধ্যমে আমরা সরাসরি কোন পাই না, আর social সাইট থেকে যে লিংক গুলো দেয়া হয়, তা সাধারণত No Follow attribute যুক্ত থাকে। SMM এর মাধ্যমে visitor পেতে পারি, কিন্তু মনে রাখবেন এটা কিন্তু SEO এর বিকল্প নয় বা হতে পারিনা। আপনি যদি Link worthy content তৈরি করে থাকেন তাহলে আপনি Automatically বিভিন্ন ধরনের indirect backlink পাবেন।

  • অন্য মানুষ আপনার সম্পর্কে কি ভাবছে অথবা বলছে?
  • তারা কি আপনার সম্পর্কে Positive কথা বলছে নাকি Negative কথা বলছে?
  • আপনার কি এই আলোচনা সাড়া দেয়া উচিত নাকি উচিত নয়? - এটা ঠিক আপনি হয়ত মানুষজন যা বলছে তা আটকাতে পারবেন না কিন্তু অবশ্যই আপনি আলোচনায় অংশগ্রহনের মাধ্যমে, আলোচনাটিকে আপনার পক্ষে নেয়ার চেষ্টা করতে পারেন। উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন আপনার company এর twitter follower অনেক। মনে করুন এদের মধ্যে থেকে কেউ একজন কোন সমস্যায় পড়ল, এবং সে এই বিষয়ে tweet করলো এবং আপনার company এর কেউ একজন সাথে সাথে যদি তাকে তার সমস্যার সমাধান দেয়, তাহলে যে ব্যক্তি instant customer service পেলো, সে অবশ্যই অন্যদের কাছেও আপনার কোম্পানির নাম ও Twitter link share করবে এবং বলবে তুমি এখানে তোমার সমস্যার কথা জানালে, তুমি তোমার সমস্যার সমাধান পাবে।
আজকের মত এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভাল থাকবেন সবাই। এই টিউনটি পূর্বে এখানে প্রকাশিত Learn SEO in Bangla চলবে.....

৭০০ সার্চইন্জিনে একবারে কয়েক ক্লিকে সাইট সাবমিট করুন

আজকে আপনাদের জন্য এমন একটা সফটওয়্যার এর পরিচয় করে দিব যা দিয়ে আপনি অনায়াসে ৭০০ সার্চ ইঞ্জিন -এ আপনার সাইট সাবমিট করতে পারবেন। এইটা আপনি ডেক্সটপ থেকে অপারেট করতে পারবেন। যা যেকোনো ধরনের ব্লগ, সাইট, যেকোনো সিএমএস, ব্লগস্পট এর জন্য উপযুক্ত। এবং ডেক্সটপ সফটওয়্যার বিধায় খুব সোজা ইন্টারফেস।

সফটওয়্যার টির নাম হেল্ল!ইঞ্জিন।

ডাউনলোড করতে আমারে ক্লিক করেন :D

আমার মতে যাদের আমার মত ব্লগস্পট সাইট আছে বা সাধারণ এইচটিএমএল সাইট যা কন সিএমএস ছাড়া তৈরি তাদের কাজে লাগবে বেশি।
এই সফটওয়্যার টা আমার নতুন তৈরি ব্লগসাইট এর কাজ করতে গেয়ে পাইছি। সাইট টা আপনারা একবার দেখে এসে কেমন লাগল তা কমেন্ট করে জানালে খুশি হতাম।

আমার সাইট

SEO এক্সপার্ট হবার তিনটি পক্রিয়া এবং বাংলাদেশে এর ভবিষ্যৎ! (+ফ্রী কিছু ই-বুক)

EO, এস.ই.ও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ২০১২ তে বাংলাদেশ এই SEO এর উপর কাজ করে ফ্রিলেন্সার.কম এ বিশ্বের মধ্যে প্রথম হয়েছে এবং অনলাইন মার্কেট প্লেসে যতগুলা কাজ রয়েছে তার মধ্যে এই SEO, এস.ই.ও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমেই বাংলাদেশের ফ্রিলেন্সাররা সবচেয়ে বেশি আয় করেছে। এস.ই.ও. (SEO) নিয়ে এত কিছু ঘটার পর বাংলাদেশের এখন দিন দিন এস.ই.ও. (SEO) ফ্রিলেন্সার-এর সংখ্যা বাড়ছে।
এটা বলার অপেক্ষা রাখে না এস.ই.ও. (SEO) নিয়ে আমাদের দেশের প্রফেশানাল , স্টুডেন্ট সহ সবার মাঝে বেশ আগ্রহ । সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেইসবুকে এস.ই.ও. (SEO) কে ঘিরে অনেকগুলো গ্রুপ তৈরি হয়ে উঠেছে। সেখানে শুধুমাত্র এই এস.ই.ও. (SEO) নিয়ে অনেক আলোচনা হয় । অনেকে শেখার ক্ষেত্রে অনেক সমস্যার কথা বলে থাকেন। সবার সমস্যা এক হয় না । অনেকে বলে থাকেন তারা গাইডলাইন পাচ্ছেন না, অনেকে বলেন কোথা থেকে শুরু করবেন তা বুঝতে পাচ্ছেন না । অনেকে আ
বার ক্যারিয়ার হিসাবে এস.ই.ও. (SEO) কেমন হবে বুঝতে পাচ্ছেন না ।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হচ্ছে ধারাবাহিক পরিবর্তনের মধ্যমে একটি ওয়েবসাইটের উন্নতি সাধন করা। এই পরিবর্তনগুলো হয়তো আলাদা ভাবে চোখে পড়বে না কিন্তু সামগ্রিকভাবে এর মাধ্যমে একটি সাইটের ব্রাউজিং এর স্বাচ্ছন্দবোধ অনেকাংশে বেড়ে যায় এবং অর্গানিক বা স্বাভাবিক সার্চ রেজাল্টে সাইটকে শীর্ষ অবস্থানের দিকে নিয়ে যায়। সাবাই চায় তার ব্লগ বা ওয়েব সাইট গুগল কিংবা বিং-য়ের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজ (SERP)-এর সবচেয়ে উপরের দিকে রাখতে। আর এই জন্যই ইফেক্টিভ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হয় যেন সার্চ ইঞ্জিন ওয়েবসাইট বা এর কনটেন্টকে গুলোকে দ্রুত খুঁজে পায় এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজ (SERP) এর প্রথমদিকে প্রদর্শন করতে পারে।
ফ্রিলেন্সার.কম, অনলাইন মার্কেটপ্লেস বা আনতর্জাতিক ভাবে এস.ই.ও. (SEO) ব্যবহারের কথা অনেক হয়েছে এবার আসুন দেখেনিই ছোট একটা উধাহরনের মাধ্যমে বাংলাদেশে এস.ই.ও. (SEO) এর অবস্থান বা প্রয়োজন। আমাদের দেশে এস.ই.ও. (SEO) নিয়ে এখন পর্যন্ত খুব বেশি কাজের ক্ষেত্র নেই। কিন্তু বর্তমানে পত্রিকা, অনলাইন নিউজ মাধ্যম এবং অন্যান্নরা যেভাবে অ্যালেক্সা রেংক নিয়ে মারামারি করছে তাতে স্পস্ট করে বলা যেতে পারে খুব দ্রুতই বাংলাদেশে বড় আঁকারে এস.ই.ও. (SEO) অ্যাডইজার / স্পেশালিষ্ট এর প্রয়োজন দেখা দিবে। শুধুমাত্র ডোমেইনের শেসে "...নিউজ২৪ " এরকম সংবাদ মাধ্যমের সংখ্যা চব্বিশটারও বেশি। ধরেন না গতকাল আপনি হটাৎ একটি "...নিউজ২৪"-এ ফটাৎ করে ঢুকে পরছেন কিন্তু আজ বসে সেই "...নিউজ২৪" আর পাচ্ছেন না, গুগোল মামা বারবার চলে যাচ্ছে অন্য "...নিউজ২৪"এ? এর মুল কারনই হচ্ছে ফটাৎ করে ঢুকে পরা গতকালকের "...নিউজ২৪" এর চেয়ে আজকের বারবার চলে আসা "...নিউজ২৪" টি এস.ই.ও. (SEO)-এর দিকে বেশি গুরত্ত দিয়েছেন। অর্থাৎ বাকিরাও খুব দ্রুতই এস.ই.ও. (SEO)-এর উপর গুরত্ত দিবে এবং একজন এস.ই.ও. (SEO) অ্যাডইজার / স্পেশালিষ্ট কে খুঁজবে। অর্থাৎ বাংলাদেশে বড় আঁকারে এস.ই.ও. (SEO) অ্যাডইজার / স্পেশালিষ্ট প্রয়োজন দেখা দিবে অচিরেই।
আপনি হয়ে উঠতে পারেন একজন আদর্শ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাডইজার বা এস.ই.ও. এক্সপার্ট। এস.ই.ও. এক্সপার্ট হতে আপনার কোন প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই।
○ কি কি শিখা দরকার এস.ই.ও. (SEO) এক্সপার্ট হয়ার জন্য? বা এস.ই.ও. (SEO) এর মুল বিষয় গুলো কি কি এক নজরে দেখে নিই।
• এসইও কি, এসইও কতপ্রকার, এসইও টাইটেল ট্যাগ, এসইও মেটাট্যাগ, এসইও এংকরট্যাগ
• সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের ইউ আর এল (URL) রেজিট্রেশন করা।
• গুগল ওয়েবমাস্টার টুলস বানানো এবং এর ব্যবহার পদ্দতি।
• ভিবন্ন ওয়েব অ্যানালাইজার সেট-আপ এবং মেইনটেন করা।
• অ্যালেক্সা টুলবার, লিংক, র‍্যাংক সহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা।
• একটি ওয়েব-সাইটের A to Z এস.ই.ও. (SEO)সমাধান।
• ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা এস.ই.ও. (SEO) টিপস।
আমি এখানে তিনটি প্রক্রিয়া আলোচনা করছি যেগুলার মাধ্যমে আপনি খুব সহজে জেনে নিতে পারবেন মুল বিষয় (উপরের বিষয়গুল) এবং ঘড়ে বসে হয়ে যেতে পারবেন একজন আদর্শ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাডইজার বা এস.ই.ও. এক্সপার্ট।
প্রক্রিয়া ১: এই ব্লগে এই বিসয়ে রয়েছে একাধিক পোষ্ট। এই পোস্টগুলাও আপনাকে সাহায্য করবে আশা করি। সব গুলা পরলে অর্ধেক / সম্পুর্ন এস.ই.ও. এক্সপার্ট হয়ে যাবেন আশা করি। আর হয়ে গেলে এক কেজি মিস্টি পাঠাই দিবেন আমার বাসায়। নিম্নে এই ব্লগের ২টা পোষ্টের লিংক দিলাম।  শুরু থেকে শেষ পর্যন্ত পরুন।
১: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO এর A to Y পর্যন্ত টিউটোরিয়াল [পর্ব-০১] :: SEO কী? কেন ব্যবহার করা হয়?
২: What Is SEO / Search Engine Optimization? | TunerPage
প্রক্রিয়া ২ : আপনার পরিচিত যদি কোন বড় ভাই এস.ই.ও. এক্সপার্ট থাকেন তার কাছ থেকে শিখে নিতে পারেন। এস.ই.ও. শিখতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না ফলে কয়েকদিন হাতে পায়ে ধরে শিখে নিতে পারেন। তবে অনেক জায়গাতেই এখন ফ্রী এস.ই.ও. কোর্স করায় খুজে দেখলেই পাবেন, আমার জানা মতে ধানমন্ডির একটি প্রতিষ্ঠান এখনও ফ্রি এস.ই.ও. করাচ্ছে। যারা বা ধানমন্ডি এর আসে পাসে থাকেন তারা যোগাযোগ করতে পারেন। এই খানে লিংকটা দিলাম। এছাড়াও যারা মিরপুর ১ থেকে ১০০ এর মধ্যে রয়েছেন তারা মিরপুর ১০ এ চৌরাস্তার (নাম মনে নেই) মার্কেটে খোঁজ নিতে পারেন, আমার জানা মতে ঐখানে ২-১টা ফার্ম ফ্রি কর্মশালা করায় (যদিও দু-মাস আগের কথা, নাম মনে নেই তাই sorry)।
প্রক্রিয়া ৩ (ইংলিশ): কয়েকটি বই (ই-বুক) এর লিংক দিচ্ছি যা আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তবে এ ক্ষেত্রে আপনাকে ইংলিশে একটু এক্সপার্ট হতে হবে।
লিংক ১: SEO Made Simple : http://freebooksearcher.info/downloadbook.php?id=39030
লিংক ২: SEOMoz Ebook : http://www.seomoz.org/dp/download-the-pdf-version-of-the-beginners-guide-to-seo
লিংক ৩: SEO-LEX Light: http://www.seo-lex.com/download-free-seo-book.html
এছাড়াও সামনের মাস-এ বড় তিন-চারটি আইটি (কম.জগত + অরেঞ্জ বিডি + দা টমেটো + ...... ) ফার্ম মিলে একটা কর্মশালা করার কথা রয়েছে। এই ব্যাপারে আশা করি আমি সবাই কে, আগেভাগে বিষয়টা অবগত করতে পারব। ধন্যবাদ সবাই ভাল থাকবেন। ভাল থাকতে না চাইলে থাকবেন না কারন, এটা আপনার একান্ত স্বাধীনতা।

যারা SEO করেন বা কোন সাইটে কমেন্ট করে নিজের website এর link attach করে দিয়ে ভাবেন যে backlink তৈরী করে ফেলেছি তারা এদিকে আসুন,আপনার অনেক সময় বাঁচবে(নতুনদের জন্য) ।

AUTION : এ Post টি শুধুমাত্র নতুনদের জন্য । অভিজ্ঞরা পড়ে বলতে পারবেন না যে এটাতো পুরান জিনিস ।
আমরা অনেকেই SEO এর কাজ করি । কেউবা FREELANCING এর কাজ করি আবার কেউবা নিজের  website এর জন্য করি । SEO এর একটি গুরুত্ব পূর্ণ অংশ হচ্ছে baclink create করা ।  আমরা অনেকে Backlink create করার জন্য  high page rank আছে এমন সাইটে কমেন্টের সাথে link দিয়ে দিই । এসব link বড় বড় সাইট গুলো approve ও করে দেয় ।  এতে আমরা ভাবতে পারি যে একটা backlink create হয়ে গেছে । আসলে কি তাই ! কখনোই না । কারণ যখন google ঐ page টি index করবে (যেটাতে আপনি আপনার link টি  submit করেছেন) তখন google আপনার  link টাকে পাত্তাই দিবে না ।কারণ ওরা(high page rank আছে এমন সাইট সহ অনেক সাইট )এমন একটি HTML Ancor tag attribute ব্যবহার করে যা দেখলে google এটাকে backlink হিসেবে ধরে না এবং এটাকে ignore করে । attribue টি হল:

rel="nofollow"

যা দেখলে google এটাকে backlink হিসেবে ধরে না এবং এটাকে ignore করে । অর্থাই আপনি site টিতে link টি submit করার ফলে আপনার seo কাজের জন্য 0.0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000001% লাভ হল না । আপনি হয়ত যুক্তি দেখাতে পারেন যে "এর মাধ্যমে আপনার সাইটে কিছু visitor আসবে " । হ্যাঁ এর মাধ্যমে আপনার সাইটে কিছু visitor নিয়ে আসতে পারেন কিন্তু এটা আপনার SEO কাজের জন্য কোন সাহায্য করবে না । যেসব website/blog এ nofollow attribute ব্যবহার করা হয় তাদেরকে Nofollow সাইট এবং যারা এটা ব্যবহার করে না তাদেরকে Dofollow সাইট বলে । আপনার nofollow সাইটে 1000 backlink থেকে dofollow সাইট এ 1 backlink  অনেক উত্তম । আমার কথা বিশ্বাস না হলে নিচের link দুটি থেকে দেখে আসুন -
Google - http://support.google.com/webmasters/bin/answer.py?hl=en&answer=96569
Wikipedia -  http://en.wikipedia.org/wiki/Nofollow
এবার আপনি বলুন কোনটা উত্তম । এখন যারা এ জিনিসটি নতুন জানলেন তারা হয়ত বলবেন dofollow ও nofollow site চিনব কিভাবে । তাদের জন্য কোন সমাধান নাই ! কি নতুনরা ভয় পেলেন নাকি । ভয় নাই । সমাধান অবশ্যই আছে এবং এটা অনেক সহজ । আপনার browser এ  নিচের  addon টি যুক্ত করে নিন -------
https://addons.mozilla.org/en-US/firefox/addon/nodofollow/
এ addon টাই বলে দেবে কোনটা dofollow আর কোনটা nofollow । আর যাদের source code নিয়ে experiment করার অভ্যাস আছে তারা  rel="nofollow" লিখে search দিলেই বুঝবেন । match পাওয়া গেলে nofollow আর না পাওয়া গেলে dofollow ।
সবচেয়ে মজার বিষয় হল techtunes ও এ attribute টি ব্যবহার করে । আসেন demo দেখাই । নিচে দেখুন একজন কমেন্টে link দিসে :

আর এর source code এ দেখুন anchor tag এর মধ্যে rel="nofollow" দেওয়া :

কি দেখলেন তো ।
আমি কোন Search Engine Optimizer না । আমার একটি website আছে যেটাতে টুকিটাকি SEO করতে হয় । তাই  আমার চিন্তাধারায় ভুল থাকতে পারে । এর জন্য আমি এখনই ক্ষমাপ্রার্থী । সবাই ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন । আমি এবার SSC দিয়েছি ।
আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না যেন ।

Backlink Management Strategy

আরো কিছু specialized directories হিসেবে আমরা নিচের directories এর কথা বলতে পারি। আপনারা এসব আগে থেকেই জানেন আশা করি। যেমন:
  • Article directories
  • video directories
  • rss feed directories
  • podcast directoriesa
  • software directories
  • infographic directories
  • wiki directories etc.
কিভাবে বিভিন্ন Blogger এর সাথে যোগাযোগ করবেন
  • যে সমস্ত ব্লগার আপনার ইন্ডাষ্ট্রি সম্পর্কিত লেখালেখি করে
  • তাদের সাথে personal connection তৈরি করার চেষ্টা করুন
  • কখনই তাদের automated কোন request অথবা e-mail পাঠাবেন না
  • তাদের কখনো আপনার press release এর কপিও পাঠাবেন না।
Content promotion ঠিকভাবে করুন
  • এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি অনেক ভিজিটর পাবেন।
  • অনেক ব্যাকলিঙ্ক পাবেন।
  • আর সবচেয়ে বড় কথা হল, সার্চ ইঞ্জিন এ আপনার ranking ও increase করবে।

কিভাবে Link worthy content তৈরি করবেন:

  • যদি আপনি আমাদের উদাহরণের সাইটের কথা ধরেন, তাহলে আমরা কিছু technical article তৈরি করতে পারি, যেখানে আমরা হয়ত এটা describe করতে পারি যে, কিভাবে আমরা Amazon বাদেও অন্য সাইট থেকে Free books download করতে পারি। এই পোস্টে আমরা প্রচুর পরিমানে Screen shot দিব step by step. এভাবে আমরা একটি পোস্ট তৈরি করতে পারি।
  • তারপর আমরা এই একই বিষয়ের উপর একটি video টিউটোরিয়াল তৈরি করে আমাদের ব্লগে embed করতে পারি। এটাকে আমরা youtube ও অন্যান্য ভিডিও সাইটে upload করতে পারি।

  • Same topic এর উপর step by step ভিডিও podcast তৈরি করে আমাদের সাইট ও বিভিন্ন podcast directories এ এগুলো submit করতে পারি। একই টপিক এর উপর ভিন্ন ভিন্ন content তৈরি করার উদ্দেশ্য হল, একটা wider range of visitors এর কাছে পৌছানো এবং একই সাথে আমরা বিভিন্ন স্থান থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছি এবং কিছু ভিজিটরও পাচ্ছি।
  • যখন আমরা এরকম বিভিন্ন ধরনের বা format এর কন্টেন্ট বিভিন্ন ওয়েবসাইটে publish করবো তখন আমরা এ সম্পর্কিত একটি press release করতে পারি, বিভিন্ন pressrelease submit direcotoryতে যেমন: 24-7pressrelease.com

  • তারপর আমরা আমাদের ব্লগের RSS Feed বিভিন্ন ধরনের RSS blog directories এ সাবমিট করতে পারি। এরকম কয়েকটা সার্ভিস হল, Feedage, Feedzilla etc. এই সাইটেও দেখতে পারেন, http//www.toprankblog.com/rss-blog-directories অথবা "Rss directory" লিখে গুগলে সার্চ করতে পারেন। অনেক সাইট পাবেন।
  • ইচ্ছা করলে আমরা আমাদের Article এর abbreviated version করে বিভিন্ন article directory তে সাবমিট করতে পারি। এমন কিছু সাইট হল: articlebase, goarticles, articlealley, articledashboard ইত্যাদি।
  • Guest blogger হিসেবে বিভিন্ন সাইটে লিখতে পারি। আমাদের সাইটের সাথে Relevant বিভিন্ন ভাল অথরিটি ব্লগ সাইটে আমরা ভাল আর্টিকেল পোস্ট করতে পারি, এখান থেকেও আমরা ব্যাকলিঙ্ক পেতে পারি।
  • যেহেতু আমাদের সাইটটা amazon related product sell করার জন্য তাই আমরা অ্যামাজান এর deals of the day optionটা ব্যবহার করতে পারি এবং এই deals of the day সম্পর্কিত পোস্ট করতে পারি।
  • আমরা আমাদের Free Kindle books টিউটোরিয়াল বিভিন্ন foreign language এ লিখতে পারি। প্রথমে যে কোন একটা language এ ফোকাস করলাম পরবর্তীতে আমরা এইটা ১৫-২০ language এ convert করে ফেলতে পারি, এভাবে আমরা নতুন নতুন কন্টেন্ট strategy তৈরি করতে পারি। তারপর এই কন্টেন্ট সম্পর্কে আমরা english ও অন্যান্য foreign lanuage এ annouce করতে পারি।
  • একটা পোস্ট লিখতে পারি- কিভাবে kindle কে charge করতে হয় এবং কিভাবে books download করা যায় (অন্যান্য ভাষাভাষীদের জন্য) এবং এ জন্য কিছু country কে আমরা focus করতে পারি। এটার জন্য আমরা স্টেপ বাই স্টেপ photographs দিতে পারি তাতে মানুষজনের বুঝতে সুবিধা হবে। photo গুলো আমরা flickr এর মাধ্যমে শেয়ার করতে পারি, তারপর আমাদের কাঙ্খিত বিভিন্ন keyword দ্বারা এটা ট্যাগ করতে পারি। সম্ভব হলে একটা Flickr এ একটা kindle community তৈরি করা।
  • তারপর আপনার product অথবা service সম্পর্কে জানে এমন কোন বিখ্যাত সাংবাদিকের ইন্টারভিউ করতে পারেন। তারপর এটা আপনার blog এ পাবলিশ করুন। এ সম্পর্কিত একটা press release করতে পারেন। তারপর বিভিন্ন interested bloggers এর কাছে ইন্টারভিউটা মেইল করতে পারেন।
এরকম আরো অনেক ধরনের কাজ আছে যেগুলো আপনি করতে পারেন যার জন্য আপনার extra কোন টাকা খরচ হবেনা, তবে হ্যা সময় তো দেয়া লাগবেই। আর অবশ্য ইচ্ছা করলে এ কাজগুলো বিভিন্ন outsourcer এর মাধ্যমেও করাতে পারেন। Authority site হওয়া খুবই সময় সাপেক্ষ এবং long investment এর ব্যাপার। আপনি আপনার সাইটের ধরন অনুযায়ী আপনার করণীয় ঠিক করুন। আর পরবর্তীতে আরো কিছু টেকনিক আলোচনা করার ইচ্ছা আছে। আর আপনাদের কোন বিষয়ে প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন। আমার জানার ভিতরে থাকলে অবশ্যই আমি উত্তর দেয়ার চেষ্ট করব।
ধন্যবাদ, ভাল থাকবেন সবাই। এই টিউনটি পূর্বে এখানে প্রকাশিত Free SEO Tutorial in Bangla চলবে.....

Mediafire Video তে এসইও (SEO) শিখুন

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন  ।
আমি কিছুদিন হলো এসইওর কাজ শিখলাম। চিন্তা করবেননা ভাই ! আপনার জন্য তো আমি আছিই!!! যতদূর জানি তার পুরোটাই দিব আপনাকে। ওয়েবসাইটের পেজ র‌্যাংক বৃদ্ধি ভিজিটর বৃদ্ধি সহ   অনলাইনে আনিং করার জন্যও এসইও করা একান্ত প্রয়োজন. আপনাদের সহজ ভাবে বোঝাতে তৈরি করলাম ভিডিও টিউটোরিয়াল। সহজভাবে এসইও শিখতে  ডাউনলোড করে নিন এসইও বিষয়ক tutorial গুলো

Make Link Worthy content ও know types of content

Link worthy content তৈরি করুন:

এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে, আপনার ওয়েবসাইটের জন্য তৈরীকৃত contentগুলো তথ্যসমৃদ্ধ হওয়া উচিৎ, ফলে আপনি ভাল customer পাবেন এবং অন্য সাইটগুলোও আপনার সাথে লিঙ্ক করতে চাইবে। আপনি আপনার customer দের প্রয়োজন অনুযায়ী post করতে পারেন। লিঙ্ক বিল্ডিং করার জন্য আপনি যা যা করতে পারেন:
  • আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে কিছু good content তৈরি করুন।
  • আপনার ওয়েবসাইটকে একটি বিশ্বস্ত মাধ্যম হিসেবে পরিচিত করুন।
  • তারপর ধীরে ধীরে আপনার Target market তৈরি করুন।

Types of Content

একেক ধরনের ভিজিটর একেক ধরনের সাইট পছন্দ করে। তাই আপনি আপনার সাইটে বিভিন্ন ধরনের content রাখতে পারেন, যেমন:
  • Articles / blog posts
  • Videos / Slide demos
  • Podcasts
  • Newsletter archives
একেক ধরনের ভিজিটর একেক ধরনের content সার্চ করে যেমন:
  • যে সমস্ত মানুষ হয়ত কিছু কিনতে চাচ্ছে - তারা সাধারনত তাদের প্রয়োজনীয় product সম্পর্কিত general info এবং reviews গুলো খোঁজে।
  • আবার যারা ইতোমধ্যে তার দরকারী productdটা purchase করেছে - তারা সাধারণত এমন তথ্য খোজে যা দ্বারা তারা হয়ত ঐ product কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে তারা ঐ জিনিসটা থেকে সর্বোচ্চ পরিমাণ সেবা পেতে পারে -এই ধরনের তথ্য চায়।
  • আর বাবা-মা, শিক্ষক, ইঞ্জিনিয়ার এ সমস্ত ভিজিটররা ঐ বিষয়ের উপর বিশেষায়িত তথ্য খোজে।
  • এজন্য ভাল কন্টেন্ট তৈরি করার সময় ভালভাবে সময় নিয়ে চিন্তা করুন।
  • content গুলো বিভিন্ন multiple formats এ তৈরি করুন।
  • তারপর যখন promotion করবেন তখন এগুলো একটা সেট হিসেবে বিবেচনা করে, প্রমোশন করুন।
  • বিভিন্ন ধরনের Online website নিয়ে analyze করুন এবং কোথায় আপনার content দেয়া যায় সেটা ঠিক করুন।
  • Press releases করুন
  • আপনার content সম্পর্কে জানানোর জন্য বিভিন্ন ধরনে specialized directories এ আপনার ওয়েবসাইট সাবমিট করুন।যেমন: DMOZ
  • তারপর আপনি Blogger দের সাথে যোগাযোগ করতে পারেন, যারা হয়ত আগে থেকেই এই সেক্টরে আছে এবং লেখালেখি করছে।
Press Release করার সময় অনেক বিষয়ে খেয়াল রাখতে হয়, তন্মধ্যে কিছু বিষয় নিচে দেয়া হল:
  • সাইটএ নতুন content পাবলিশ করার সময় প্রেস রিলিজ করতে পারেন, তবে কন্টেন্ট অবশ্যই unique এবং helpful হতে হবে।
  • বিভিন্ন ধরনের press release সাইটে প্রেস রিলিজটা পাবলিশ করুন। যেমন: 24-7pressrelease.com, prweb, marketwire ইত্যাদি।
  • অবশ্যই আপনার সাইটের সাথে ব্যাকলিঙ্ক করবেন।
  • কোনভাবেই লিঙ্ক যেন ২টার বেশি না হয়, একটা হলে ভাল হয়।
পরবর্তী কোন পর্বে আপনাদের সাথে press release লেখার পদ্ধতি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ধন্যবাদ। আগামী পোস্ট পড়ার আমন্ত্রন থাকলো। এই টিউনটি পূর্বে এখানে প্রকাশিত Free SEO Tutorial in Bangla চলবে.....
নির্বাচিতটিউন ম

Google PR, Manage Backlinks and Paid Links

Google Page Rank

আজ আমরা গুগল Page Rank (PR) নিয়ে আলোচনা করব। যদিও এটা অনেক Backdated একটা বিষয় এবং আপনারা হয়ত কিছু না কিছু অবশ্যই এ সম্পর্কে জানেন। অনেকে মনে করে যে, PR মনে হয় সার্চ ইঞ্জিন ranking এ ব্যবহৃত হয়। আবার অনেকে মনে করে এটা মনে হয় কোন ওয়েবসাইট সম্পর্কে গুগলকে green signal দেয়। এই কথাগুলোর প্রতিটাই আংশিকভাবে সত্য।

  • PR দিয়ে গুগল তার সার্চ রেজাল্ট তৈরী করে না। এটা গুগল সার্চ ranking এর এলগরিদম এর উপর প্রভাব আছে।
  • কোন ওয়েবসাইটের PR আপনি সহজে measure করতে পারবেন না একমাত্র গুগল ছাড়া। হ্যা আপনি বলতে পারেন PR পরিমাপ করার জন্য অনেক টুলস আছে। কিন্তু তারা কেউই PR measure সঠিকভাবে করতে পারেনা, কারণ এটা একমাত্র গুগলই জানে।
চলুন আমরা আমাদের উদাহরণের সাইটটার PR দেখে আসি। এজন্য আমরা google toolbar use করব।

দেখুন আমাদের home page এর pr 1 show করছে। কিন্তু ভিতরের পেজের pr 0 দেখাচ্ছে। যেহেতু আমাদের পেজটা একটা নতুন পেজ এবং আমরা তেমন কোন backlink তৈরি করিনি, তাই pr 1 normal. আর ভিতরের পেজের দিকে আপনি যত যাবেন তত দেখবেন pr কমে যাচ্ছে, কারন ভিতরের পেজে Link juice কম pass হয়। আপনার সাইটের কোন পেজে pr যদি নাও দেখায় তাহলেও আপনার চিন্তিত হওয়ার কোন কারণ নেই, কারণ আপনার পেজটা ঠিকই google ইনডেক্স করবে এবং আপনি এই পেজের জন্য high rank ও করতে পারেন। নিচের তথ্যগুলো আশা করি গুগল পেজ র‌্যাঙ্ক সম্পর্কে বুঝতে সাহায্য করবে:
  • সঠিক PR সবসময় নাও দেখাতে পারে।
  • কারণ এটা বছরে মাত্র কয়েকবার update করা হয়।
  • নতুন সাইট যাদের অল্প কয়েকটা লিঙ্ক আছে তাদের page rank সাধারণত দেখায় না।
  • আপনি সাইটে যত deep এ ঢুকবেন, তত PR এর পরিমাণ কমে যাবে।
  • PR দ্বারা আপনি আপনার সাইটের quality সম্পর্কে ধারণা করতে পারেন কিন্তু তার মানে এই না যে PR কম তাই আমার সাইটটাও অনেক খারাপ বা আমার সাইটটা কখনই গুগলে Rank করতে পারবে না।
  • গুগল যেহেতু এটাকে খুবই lately update করে, তাই আমরা আশা করতে পারি, অদূর ভবিষ্যতে এই টুলটা নাও থাকতে পারে।
গুগল PR নিয়ে অনেক চিন্তিত হওয়ার কিছু নেই। এটাকে আপনি আপনার সাইটের Goal হিসেবে নিবেন না। কারন আপনার প্রধান উদ্দেশ্য হবে, search engine এর search results এ Rank করা। আপনার সাইটটাকে একটা Link-Worthy site হিসেবে তৈরি করুন অর্থাৎ আপনার siteএর content গুলোকে rich করুন, নতুন নতুন প্রয়োজনীয় service যোগ করুন- ফলে বিভিন্ন মানুষজন আপনার সাইটের সাথে লিঙ্ক করতে বাধ্য হয়ে।

কিভাবে Backlink manage করবেন?

Backlink তৈরি করার অনেক পদ্ধতি আছে এবং আপনি যদি google এ "How to build backlinks" লিখে সার্চ করেন তাহলে আপনি প্রচুর পরিমানে Backlink তৈরি করার idea পাবেন। এটা দেখতে পারেন এর ভিতর কিছু সঠিক টেকনিক, কিছু ভুল এবং কিছু টেকনিক আসলে কখনই ভুলেও apply করা উচিৎ নয় কারণ পরবর্তীতে আপনার Ranking নিয়ে সমস্যায় পড়তে পারেন। আপনি কি জানেন আপনার ব্যাকলিঙ্ক কেন দরকার? ব্যাকলিঙ্ক এর মেইন উদ্দেশ্য ছিল targeted traffic নিয়ে আসা, মনে করেন একটা site আপনি বই কিনতে গেলেন, সেখানে যেয়ে আপনি একটা সাইটের লিঙ্ক দেখলেন যারা হয়ত শুধু বই না আরো অনেক home appliance বিক্রি করে এবং আপনার হয়ত ঐ সাইটটা ভিজিট করলেন এবং এমন কিছু জিনিস পেলেন যা হয়ত আপনার ঐ মুহূর্তে দরকার ছিল। সার্চ ইঞ্জিন আসার আগে ওয়েবমাস্টাররা সাধারণত এসব ভিজিটর পাওয়ার জন্যই লিঙ্ক এক্সচেঞ্জ করতো। কিন্তু গুগলই প্রথম সার্চ ইঞ্জিন যা Link Popularity এর ধারনাটা সম্পর্কে সবাইকে পরিচয় করিয়ে দেয়।

এর পর থেকেই webmasterরা ব্যাকলিঙ্ক এর জন্য প্রতিযোগীতা শুরু করে। সাধারনত ভাল এবং হেল্পফুল সাইটের সাথে ব্যাকলিঙ্ক করা উচিৎ, কিন্তু অনেকেই এই নিয়ম ফলো করেনা। সাধারণত দেখা যায়, তারা ভাল খারাপ যে কোন সাইটের সাথে ব্যাকলিঙ্ক exchange করতে আগ্রহী এবং এই খারাপ সাইটের সাথে লিঙ্ক করাটা ওয়েব সাইটের জন্য খুবই বাজে ডিসিশন। কখনো স্বয়ংক্রিয় ভাবে কাউকে ব্যাকলিঙ্ক করার জন্য requests পাঠাবেন না।

ব্যাকলিঙ্ক পাওয়া যখন ধীরে ধীরে কষ্টকর হয়ে যাচ্ছিল তখন ওয়েবমাস্টাররা link কেনা শুরু করল। কিন্তু সার্চ ইঞ্জিন কখনই Paid links পছন্দ করে না কারণ:
  • Paid link কে ভোট হিসেবে গণনা করা যায় না। কারণ এটা দ্বারা বোঝা যায় না যে, আপনার সাইট লিঙ্ক worthy তাই link করা হয়েছে? টাকার বিনিময়ে আপনি তো যে কারো কাছ থেকেই লিঙ্ক পেতে পারেন।
  • তাই Search engine যদি বুঝতে পারে যে এটা কেনা লিঙ্ক তাহলে ঐ সাইটকে পেনাল্টি করবে।
  • এই জন্য SE ঐ ধরনের কেনা লিঙ্ক গুলোকে sponsored লিঙ্ক হিসেবে মার্ক করে রাখতে বলে।
  • আবার এই ধরনের কেনা বা bad quality লিঙ্ক এ আপনি "nofollow" attribute টি যোগ করতে পারেন।
  • যে কোন ধরনের Tricks link building এর ক্ষেত্রে পরিহার করুন।
  • যে সমস্ত ওয়েবসাইট যে কোন ধরনের লিঙ্ক submit করলে accept করে, সে সমস্ত ওয়েবসাইটকে পরিহার করুন।
  • কোন প্রকার link farm থেকে সাহায্য নিবেন না। কারন তারা তাদের link popularity বৃদ্ধি করার জন্য প্রায় সব সধরনের সাইটকে approve করে।
  • অনেকেই দেখা যায় যে, নিজেরাই অল্প কিছু সাইট বানায় এবং সেই সাইটগুলো cross-link করে । এটাও উচিৎ না। তবে হ্যা আপনার সাইটগুলোর মধ্যে যদি বিষয়বস্তুতে মিল থাকে তাহলে আপনি লিঙ্ক করতে পারেন।
ধন্যবাদ। আগামী পোস্ট পড়ার আমন্ত্রন থাকলো। এই টিউনটি পূর্বে এখানে প্রকাশিত Free SEO Tutorial in Bangla চলবে.....

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কিছু সাধারন টিপস

১. আপনার সাইট সার্চ ইঞ্জিন এ সাবমিট করার আগে এইটি সম্পূর্ণ হইছে কি না,বানান সঠিক হইছে  কি না, এবং এর সবগুল লিঙ্ক কাজ করছে কি না তা নিরছিত হয়ে নিন ।
২. robot.txt ব্যবহার করে কিছু ডিরেক্টর ক্রলিং থাকে বিরত রাখুন।
৩.যদি কন সাইট ডিজাইন এ HTML ব্যবহার না হয় তবে অন্তত এমন কিছু Static content রাখুন যা সার্চ স্পাইডার সনাক্ত করবে।
৪. আপনার সাইট Dmoz এ সাবমিট করা না থাকলে তা করুন।
৫. প্রতিটি সার্চ ইঞ্জিন guide  লাইন ভাল করে পরে তা নিখুত ভাবে অনুসরনের চেষ্টা  করুন।
৬.সকল পেজ এ মেটা ট্যাগ ব্যবহার করুন।
৭. আপনার সাইট এর জন্য সঠিক keyword খুজে পেতে নিম্নক্ত সাইট গুলো visit করুনঃ
সাইট ১ সাইট ২
৮. keyword Density আনাল্যসিস পাবার জন্য নিম্নক্ত সাইট visit করুনঃ
সাইট ৩ সাইট ৪
৯. যদি সাইট এ frame ব্যবহার করেন তবে <noframe></noframe>  ট্যাগ ব্যবহার করুন ।
১০. আপনার সকল content সম্ভব হলে রুট ডিরেক্টর এ রাখুন ।
১১. কন গুরত্তপুরন পেজ এর লিঙ্ক হিসাবে ইমেজ লিঙ্ক ব্যবহার করবেন না।করলেও সেয়খানে ALT ট্যাগ ব্যবহার করুন ।
১২. এক পেজ এ খুব বেশি Topic এক সাথে কাভের করা যাবে না ।
১৩.সিতে এ আপনার Company  এর অ্যাড্রেস যোগ করুন ।
১৪. আপনার হমে পেজ টি যেন Load হতে ৮-১০ Second এর বেশি না লাগে তা লক্ষ্য রাখুন ।
১৫.পাগে এ ব্যবহার করা ইমেজ সমুহ অপটিমাইজেশন এর মারধমে পেজ এর সাইজ জত সম্ভব কম রাখুন ।
১৬. CSS ডেটাকে এক্সতেরনাল ফাইল হিসাবে রাখার চেষ্টা করুন ।
১৭. যেখানে সম্ভব keyword এর বহু বচন বা  লম্বা ভার্সন ব্যবহার করুন ।
১৮. আপনার ওয়েবসাইট এর ডোমেইন Name সাইট এর Primary keyword  এর নামে করার চেষ্টা করুন ।
১৯. আপনার সাইট এর গুরত্তপুরন পেজ গুলো নিয়মিত আপডেট রাখুন ।
২০. নির্দিষ্ট বিরতিতে আপনার সাইট এ কোন ব্রেক লিংক হচ্ছে কি না তা চেক করুন ।
যে সব বিসয় করা যাবে না তার টিপস ঃ
১. ওয়েব পেজ এ এমন কোন Color Combination তয়রে করা যা ভিউএরের  জন্য অসুবিধা সৃষ্টি করে ।
২. ওয়েবসাইট এ খুবত ছোট ছোট টেক্সট ব্যবহার করা ।
৩. ওয়েব পেজ এ content এর সাথে match করে না এমন অপ্রয়োজনীয় অ্যাড যোগ করা ।
কেমন লাগ্ল পোস্ট টি মতামত চায় মাম্মা।
আপনাকে অনেক ধন্যবাদ সময় দিয়া পোস্ট টি পড়ার জন্য ।

Do Follow Social Book Makring Site’s List SEO

This summary is not available. Please click here to view the post.